Advertisement
Advertisement

সমবায় মুখ ফেরাতেই ‘বাবু’ ফেরাচ্ছে ও-পাড়ার মেয়েরা

ঘোর সংকটের বৃত্তে যৌনপল্লি!

Without The Help Of CO-Operative Bank Regarding Currency Problem, Prostitutes Turned Their Faces From Customers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 10:14 am
  • Updated:November 18, 2016 10:14 am  

স্টাফ রিপোর্টার: নোট বাতিলের গেরোয় এবার ঘোর সংকটের বৃত্তে যৌনপল্লি৷ সমবায় মুখ ফেরানোয় বাড়ছে দুশ্চিন্তা৷ ‘বাবু’-দের আশায় ও-পাড়ার মেয়েদের হত্যে দিয়ে বসে থাকাটাই যখন রোজ দিনের চেনা ছবি, তারাই এখন ‘খদ্দের’ ফেরাচ্ছে৷ অনেকটা বাধ্য হয়েই৷ ফলে বাড়ছে সংকট৷
রাজ্যে যৌনকর্মীদের নিজস্ব সমবায় রয়েছে ‘ঊষা’৷ এই সমবায়ের সদস্য সংখ্যা ২৯ হাজার৷ পাঁচশো-হাজারের নোট বাতিলের ঘোষণার পর টাকা বদলে নিতে নিজেদের সমবায়-ই অন্যতম ভরসা হয়েছিল৷ কিন্তু বিধি বাম৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনও সমবায় ব্যাঙ্কে পাঁচশো-হাজারের নোট বদল করা যাবে না৷ এর ফলেই সংকট তৈরি হয়েছে৷ ঊষা সমবায়ের ফিনান্স ম্যানেজার শান্তনু চট্টোপাধ্যায় বলেছেন, “পাঁচশো-হাজারের নোট বাতিলের ঘোষণার পর মেয়েদের কাছ থেকে ওই টাকা নিলেও নতুন নোট হাতে না পাওয়ায় তা বদলে দিতে পারিনি৷ তার পর রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকায় নতুন সংকটের ছায়া৷ মঙ্গলবার পর্যন্ত সদস্যদের কাছ থেকে পাঁচশো-হাজারের নোট নিলেও বুধবার থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে৷ আমাদেরও হাত-পা বাঁধা৷” সমবায়ের ফিনান্স ম্যানেজার জানিয়েছেন, মঙ্গলবার জমা পড়ে পনেরো লক্ষ টাকা৷ এদিনও অনেকে পাঁচশো-হাজারের নোট জমা করতে এসেছিলেন৷ কিন্তু তা নিতে পারিনি৷
সংকটের কথা মানছেন দুর্বার-এর সম্পাদিকা কাজল বসু৷ বলেছেন, “পাঁচশো-হাজারের নোটের গেরোয় এমনিতেই পাড়ায় ‘বাবু’-দের আসা কমেছে৷ তা ছাড়া মেয়েদের অনেকেও পাঁচশো-হাজারের নোট বদলানো যাবে কি না তা নিয়ে ধোঁয়াশায় থাকায় ‘খদ্দের’ ফিরিয়ে দিচ্ছে৷” জলপাইগুড়ির দিনবাজারের টিনপাড়া যৌনপল্লির মেয়েদের সমস্যা আরও বেশি৷ কারণ, উত্তরবঙ্গে দুর্বারের ‘ঊষা’ সমবায় রয়েছে কোচবিহার, দিনহাটায়৷ ফলে সেখানকার যৌনপল্লির মেয়েরা এ ক’দিনে ওই সমবায়ে পাঁচশো-হাজারের নোট জমা করতে পারলেও সে সুযোগ পায়নি টিনপাড়া৷ সেখানে যাঁদের অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা কেউ কেউ লাইনে দাঁড়িয়ে কিছু টাকা জমা করতে পারলেও অনেকেই এখনও বাতিল নোট নিয়ে বিপাকে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement