Advertisement
Advertisement
Bankura

ডাইনি অপবাদে আদিবাসী পরিবারকে হেনস্তা! ‘সংবাদ প্রতিদিন’-এর খবরের জেরে দায়ের মামলা

দীর্ঘ টালবাহানার পর অভিযোগ নিল পুলিশ।

Witch hunting in Bankura, case filed | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 28, 2023 2:09 pm
  • Updated:September 28, 2023 2:09 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের ঘটনায় অবশেষে মামলা রুজু হল বাঁকুড়ার (Bankura) রাইপুর থানায়। তদন্তে নামলে পুলিশ। বিজ্ঞানমঞ্চ ও যুক্তিবাদী সমিতির চাপে  মামলা রুজু করা হয়েছে বলে দাবি করছেন সমিতির সদস্য রবীন হেমব্রম। তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে এই আদিবাসী পরিবারটি ঘরছাড়া হয়ে রয়েছে। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না প্রশাসনের।

ঘটনার সূত্রপাত মাস চারেক আগে। এলাকার একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেখানে আসা এক কিশোরীকে আদর করে কোলে নিয়েছিলেন তিনি। তার পর থেকেই অসুস্থ কিশোরী। এর পরই অসুস্থতার দায় চাপানো হয় ওই মহিলার উপর। গ্রামবাসীদের একাংশ মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে অত্যাচার শুরু করে। অভিযোগ, ক্রমশ বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। রবিবার তা চরম আকার নেয়। ওই দিন দুপুর দুটোয় শুরু হয় সালিশি সভা। অভিযোগ, সেখানে মহিলাকে বেধড়ক মারধর করা হয়। রেহাই পাননি তাঁর স্বামীও। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তাঁরা। 

Advertisement

[আরও পড়ুন: দুর্ধর্ষ ডাকাতির পরেও ফেরেনি হুঁশ, পুরুলিয়ার বেশিরভাগ ব্যাঙ্কে ঢিলেঢালা নিরাপত্তা]

এরপর একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও প্রথমে কোনও লাভ হয়নি বলেই দাবি পরিবারে। পরবর্তীতে ‘সংবাদ প্রতিদিন’-এর খবরের জেরে দায়ের হল মামলা। তবে এখনও এই ঘটনায় টনক নড়েনি স্থানীয় রাইপুর থানার অন্তর্গত ধানাড়া গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েতের প্রধান বাবলু মাণ্ডি বলছেন, “বিষয়টি আমার জানা নেই। নির্যাতিতার পরিবার থেকে আমাকে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু ওই আদিবাসী পরিবার গত কয়েকদিন ধরে ঘরছাড়া থাকার পরেও পঞ্চায়েতের কানে খবর পৌঁছল না কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: বৃদ্ধাকে ‘খুন’ তৃণমূল কর্মীর, প্রতিবাদে যুব তৃণমূল সভাপতির বাড়ি ঘেরাও স্থানীয়দের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement