Advertisement
Advertisement

Breaking News

শীত এখনই নয়, খামখেয়ালি আবহাওয়ায় বাড়ছে সর্দি-কাশি

সুস্থ থাকতে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷

Winter is on hold, can cause health hazards
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 19, 2016 2:45 pm
  • Updated:November 19, 2016 2:46 pm

স্টাফ রিপোর্টার: অগ্রহায়ণের শুরুতে বইতে শুরু করেছিল উত্তুরে হাওয়া৷ এক ধাক্কায় রাতে কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৬ ডিগ্রিতে৷ সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডার আমেজ ভালই ছিল৷ দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে৷ তড়িঘড়ি ট্রাঙ্ক-আলমারিতে তোলা শীতের কাপড় বের করে গায়ে চাপাতে হয়েছে বাঙালিকে৷ কার্তিকের শেষ দিন আর অগ্রহায়ণের শুরু দিনের তাপমাত্রা আর হিমেল বাতাসে মনে হয়েছিল এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে৷ না৷ জাঁকিয়ে শীত এখনই নয়৷ জাকিয়ে শীত পড়তে এখনও দিন দশেক সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷

রাতের দিকে ঠান্ডা লাগলেও দিনের বেলায় কিন্তু বেশ গরম লাগছে৷ সকালের পরা সোয়েটার আর গায়ে রাখা যাচ্ছে না৷ ট্রেনে-বাসে তো রীতিমতো ঘাম ঝড়ছে৷ আবার বিকেল গড়াতেই তাপমাত্রা একটু একটু করে পড়তে শুরু করছে৷ রাতের দিকে বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগছে৷ আর এই খামখেয়ালি গরম-শীতের দিন রাতের পার্থক্যে ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে৷ সুস্থ থাকতে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ সকালের দিকে যাঁরা প্রাতঃভ্রমণে বের হন তাঁদের হালকা মাফলার জড়িয়ে বেরতে বলা হচ্ছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement