স্টাফ রিপোর্টার: কার্তিকেই কাঁপতে শুরু করেছে দক্ষিণবঙ্গ৷
পারদ নামল বারোয়৷
কাঁথি ১২ ডিগ্রি সেলসিয়াস৷ পুরুলিয়া ১৬.১, পপানাগড় ১৬.৮ ও শ্রীনিকেতন, কৃষ্ণনগর ও বাঁকুড়া ১৭.৮ ডিগ্রি৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে৷ আজ, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা কুড়ির নিচে নামতে পারে৷
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস৷ এদিন তা সামান্য কমে হয় ২০.৩ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি কম৷ হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডায় রীতিমতো কেঁপেছে বসিরহাট ও কাঁথি৷ বসিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য এদিন বেড়ে হয় ১৯.১ ডিগ্রি সেলসিয়াস৷ তবে বর্ধমান, পানাগড়, শ্রীনিকেতনের পারদ প্রায় দু’-তিন ডিগ্রি করে কমেছে৷ রবিবার বর্ধমানে ছিল ১৮.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৮.৮, পুরুলিয়ায় ১৮.১, পানাগড়ে ১৯.৩, শ্রীনিকেতনে ১৯.৪৷ ঠাণ্ডা বেড়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও৷ দার্জিলিংয়ে এদিন ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১৬ ডিগ্রি সেলসিয়াস৷
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবারের পারদপতনে বৃষ্টির হাত থাকলেও সোমবারের পর থেকে এর জন্য দায়ী উত্তুরে হাওয়াই৷ নতুন করে নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত এই ঠান্ডা থাকবে৷ শুক্রবার রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে৷ রবিবার ভোররাতে রীতিমতো ঠান্ডা অনুভূত হয় কলকাতায়৷ বাস-ট্যক্সির জানালার কাচ তোলা ছিল৷ দুপুরেও গিজার চালিয়ে স্নান সারতে হয়েছে৷ রাতে কাঁথি, শ্রীনিকেতন, পানাগড়, বর্ধমানে রীতিমতো কেঁপেছেন মানুষ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.