Advertisement
Advertisement

Breaking News

অরূপ বিশ্বাস

‘কলকাতায় বসে হুকুম চালাত অরূপ বিশ্বাস’! বিজেপিতে গিয়েই তোপ উইলসনের

গত সোমবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন কালচিনির তৃণমুল বিধায়ক উইলসন চম্প্রামারি।

Wilson Champramary lashes out at WB Minister Arup Biswas
Published by: Subhamay Mandal
  • Posted:June 25, 2019 7:43 pm
  • Updated:June 25, 2019 7:43 pm  

অরূপ বসাক, মালবাজার: গত সোমবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন কালচিনির তৃণমুল বিধায়ক উইলসন চম্প্রামারি। আর মঙ্গলবার দিল্লি থেকে বাগডোগরায় আসেন তিনি। সেখান থেকে সড়কপথে ওদলাবাড়ি বিজেপির পার্টি অফিসে আসেন। সেখানেই তাকে সংবর্ধনা দেয় এলাকার বিজেপি নেতৃত্ব। বিজেপিতে যোগদানের পর বিধায়ক বলেন, ‘দেশের এবং রাজ্যের সেবা করতেই তিনি তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। কারণ, তৃণমুলে থেকে কোনও উন্নয়ন বা মানুষের সেবা করা যায় না। আমি একজন তৃণমুলের বিধায়ক ছিলাম কিন্তু কলকাতায় বসে হুকুম চালাত অরূপ বিশ্বাস। এলাকায় কোনও কাজ করতে দিত না। আর এতেই এলাকার মানুষ ভাল চোখে নেয়নি। তাই তো আলিপুরদুয়ার জেলায় এবার বিজেপির এত সাফল্য।’

তিনি আরও বলেন, ‘বর্তমান তৃণমুল পার্টিটা গুন্ডাগিরি, দাদাগিরির সিন্ডিকেটে পরিণত হয়েছে। তাই আমি মনে করেছি মানুষের জন্য কাজ করতে হলে বিজেপির সঙ্গে থাকতে হবে। তাই আমি বিজেপিতে যোগদান করলাম। শুধু আমি নয়, আগামীতে আরও অনেক তৃণমুলের বিধায়ক বিজেপিতে নাম লেখাবে। পাশাপাশি আগামিতে এই রাজ্য বিজেপির দখলে থাকবে। তৃণমুলের খুনখারাপির রাজনীতি আর বেশিদিন থাকবে না।’ তিনি এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এতদিন হয়ে গেল চা-বাগানের জন্য কোনও কাজ করল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শ্রমিকদের মজুরি বাড়ছে না। বহু বাগান রুগণ অবস্থায় পড়ে আছে। বহু বাগান বন্ধের জন্য শ্রমিকেরা ভিনরাজ্যে চলে যাচ্ছে। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে চা-বাগানের মানুষের অভাব অভিযোগ মিটবে। তিনি আরও বলেন, এখন থেকেই চা-বাগানের মানুষগুলোর সঙ্গে আরও বেশি করে মিলেমিশে থাকতে হবে। তাদের অভাব অভিযোগের কথা দিল্লিতে জানাতে হবে। এদিন তিনি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। যাতে আগামিতে বিজেপি আরও ভাল ফল করে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement