Advertisement
Advertisement

Breaking News

Weather

রামনবমীতে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

আজকের আবহাওয়া কেমন থাকবে?

Will there be rain on Ram Navami? Know weather office's forecast
Published by: Subhankar Patra
  • Posted:April 5, 2025 10:02 am
  • Updated:April 5, 2025 11:11 am  

নিরুফা খাতুন: দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয়। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবিবার কলকাতা সংলগ্ন চারজেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার রয়েছে রামনবমী। তাহলে কি বৃষ্টিতে ভাসবে রামনবমী?

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামী সোমবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। সোমবার ও মঙ্গলবার ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়বে বলে পূর্বাভাস।

Advertisement

তবে আজ শনিবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। এদিন সকালে পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহবিদদের। 

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো ও বাতাস বয়তে পারে উত্তরবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়তে পারে। শনিবার বৃষ্টির পূর্বাভাস না থাকলেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও মালদহে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement