Advertisement
Advertisement

Breaking News

AMIT SHAH

মেদিনীপুরে অমিত শাহের হাত ধরেই কি বিজেপিতে শুভেন্দু অধিকারী? তুঙ্গে জল্পনা

১৯ ডিসেম্বরের অপেক্ষায় সবমহল।

Will Shuvendu Adhikari join BJP on the day of Amit Shah's meeting in Medinipur | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2020 5:42 pm
  • Updated:December 15, 2020 5:59 pm  

সম্যক খান ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নির্বাচিত কয়েকজনকে নিয়ে বৈঠক নয়, আগামী ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজ ময়দানে জনসভা করবেন অমিত শাহ (Amit Shah)। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই কি বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।

আগে ঠিক ছিল, বাংলা সফরে এসে মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে দুটি পর্যায়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি হবে পাঁচ সাংগঠনিক জেলা মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, তমলুক ও কাঁথির কর্মকর্তাদের নিয়ে। অপরটি কৃষক প্রতিনিধিদের নিয়ে। সেইসঙ্গে তিনি যাবেন, ক্ষুদিরামের স্মৃতিবিজড়িত হবিবপুর এবং চুয়াড় বিদ্রোহ স্মরণে শালবনির কর্ণগড় মহামায়া মন্দিরে। সেখানে পুজোও দেওয়ার কথা ছিল তাঁর। দলীয় সূত্রে খবর, সেই সফরসূচির পরিবর্তন ঘটেছে। অন্যান্য সূচি অপরিবর্তিত থাকলেও কর্মীদের নিয়ে কোনও বৈঠক হচ্ছে না। পরিবর্তে কলেজ মাঠে হবে জনসভা। কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছে। শেষমুহূর্তে অমিত শাহ’র সফরসূচি পরিবর্তনে সেই জল্পনা আরও বেড়েছে। অনেকর ধারণা, ওই জনসভায় অমিত শাহ’র সঙ্গে একমঞ্চে হাজির থাকতে পারেন শুভেন্দুও। সেদিনই হতে পারে যোগদান। যা নিয়ে জেলা বিজেপিতেও রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরাসরি কিছু না বললেও বিজেপি নেতাদের কথায়, ওইদিন ‘ধামাকা’ হবে!

Advertisement

[আরও পড়ুন:বাংলায় নতুন করে ‘ঘৃণ্য ধর্ম’ এনেছে বিজেপি! জলপাইগুড়ির সভা থেকে তোপ মমতার]

জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপি নেতারা কলেজ ময়দানে জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এদিন দুপুরেই জেলাশাসকের দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষের কাছে মাঠে জনসভার অনুমতি চেয়ে আবেদনপত্র পৌঁছে দিয়ে এসেছেন দলের দুই জেলা নেতা শুভজিৎ রায় ও অরূপ দাস। জেলা বিজেপি সভাপতি সমিত দাস বলেছেন, “জনসভার অনুমতি চেয়ে আবেদন জমা করা হয়েছে। বাতিল হয়েছে বৈঠক। তবে অন্যান্য সূচি এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। হবিবপুরে ক্ষুদিরামের স্মৃতিবিজড়িত মাসীবাড়ি যাওয়ার পাশাপাশি কর্ণগড়ে মা মহামায়া মন্দিরে গিয়ে পুজোও দেবেন অমিতজি। সেখানে দলের কর্মী নাকু খামরুই অথবা সনাতনের বাড়িতে দুপুরে খাবেন তিনি।” 

[আরও পড়ুন: ‘গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিইনি’, গুরুংদের দাবি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement