Advertisement
Advertisement
bjp

অবস্থানে অনড়, বিতর্ক উসকে ফের গুলি চালানোর নিদান দিলীপের

রাজ্যের অশান্তির জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

Will shot dead violence instigator, again says MP Dilip Ghosh

ফাইল ফটো

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 18, 2020 2:26 pm
  • Updated:January 18, 2020 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক উসকে নন্দীগ্রামের সভা থেকে ফের সরকারি সম্পত্তি নষ্ট করলে গুলি চালানোর নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শনিবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তোলেন তিনি। সেইসঙ্গে ২১-এর নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, একথাই জানালেন দিলীপ।

শনিবার পূর্ব মেদিনীপুরের টেঙুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছিল গেরুয়া শিবিরের তরফে। মিছিল শেষে নন্দীগ্রাম বাজারে সভা করার কথা ছিল দিলীপ ঘোষের। অনুমতি না থাকায় সেই মিছিল ও সভায় বাধা দেয় পুলিশ। কিন্তু বাধা উপেক্ষা করেই সভায় যোগ দেন রাজ্য সভাপতি। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কড়া আক্রমণ করেন দিলীপ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এত বিশৃঙ্খলা, তিনিই রাজ্যে অশান্তি ছড়াচ্ছেন বলে দাবি করেন সাংসদ। সেই সঙ্গে নাম না করেই আক্রমণ করেন ঐশী ঘোষকে। তাঁর আক্রান্ত হওয়ার বিষয়টির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। অন্য আসন খুঁজে নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সেইসঙ্গে এদিনের সভা থেকে ফের তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, বাংলার সম্পত্তি নষ্ট করা হলে গুলি চলবেই।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপিকে আটকানোই পুলিশের একমাত্র কাজ’, অভিনন্দন যাত্রায় বাধা পেয়ে তোপ দিলীপের]

প্রসঙ্গত, সরকারি সম্পত্তি নষ্ট করা হলে উত্তরপ্রদেশের মতো এরাজ্যেও গুলি চালানো হবে, রানাঘাটের সভা থেকে এমনই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিল দল। বিজেপি রাজ্য সভাপতি ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ করেছেন বলেই তাঁকে টুইটে তোপ দাগেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। যা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন বলেই জানিয়েছিলেন তিনি। এদিন নন্দীগ্রাম থেকে ফের সেই কথাই বললেন দিলীপ। তবে এদিনের দিলীপ ঘোষের মন্তব্যের পালটা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, বিজেপি ধ্বংসযাত্রা করছে। যার ফল ভুগতে হচ্ছে মানুষকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement