Advertisement
Advertisement
দিলীপ ঘোষ

‘একুশে সব হিসাব চুকিয়ে দেব’, দাঁতনে বিজেপি কর্মী খুনে পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

প্রয়োজনে থানা জ্বালিয়ে দেবেন, কর্মীদের নির্দেশ সায়ন্তন বসুর।

Will pay back! Dilip Ghosh warns WB Police over BJP cadre death
Published by: Subhamay Mandal
  • Posted:June 20, 2020 7:03 pm
  • Updated:June 20, 2020 7:03 pm  

অংশুপ্রতীম পাল, খড়গপুর: ২০২১ সালে সমস্ত হিসাব চুকিয়ে দেওয়া হবে। কুসমিতে পৌঁছানোর আগে দাঁতন থানার সামনে সাংবাদিকদের বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর কুসমি গ্রামে গিয়ে তিনি গোটা ঘটনার জন্য পুলিশকে দায়ী করলেন। তিনি বললেন, ‘দলীয় কর্মী খুনের জন্য পুলিশ দায়ী। পুলিশ এখানে নীরব দর্শক হয়ে রয়েছে। পুলিশ এখন তৃণমূলের ক্যাডার হয়ে গিয়েছে।’ তিনি বলেন, ‘এখনও পর্যন্ত রাজ্যে ১০৪ জন দলীয় কর্মী ও নেতা খুন হয়ে গিয়েছেন।’ রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি প্রতিটা মৃত্যুর ঋণ শোধ করব। পুলিশ-সহ সমস্ত তৃণমূলের দালালদের বুঝে নেওয়া হবে।’

এইদিন তিনি দাঁতন থানার চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে দলীয় কর্মী পবন জানার মৃতদেহ নিয়ে যখন পৌঁছান তখন গোটা এলাকায় তিলধারণের জায়গা ছিল না। পবনের শববাহী গাড়ি সামনে রেখে তিনি মৃতের স্ত্রীকে পাঁচ লাখ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর সঙ্গে এই পরিবারের পাশে দল রয়েছে বলে তিনি জানালেন। তিনি বলেন, রাজ্যে সংকটের সময় কেন্দ্রীয় সরকার চাল, ডাল পাঠিয়েছে। সেই সব লুঠ করা হচ্ছে। তিনি বলেন, ‘২০২১ সালে রাজ্যে পরিবর্তন হবে। আপনারা ভাববেন না আমরা ভুলে যাব। যে পুলিশ অফিসাররা এই ডাকাতদের সাহায্য করছে তাদের নাম লিখে রাখছি। যাকে যা ওষুধ দেওয়ার দেওয়া হবে।’

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপি কর্মীদের চোখ রাঙালে চোখ উপড়ে নেওয়া হবে’, ফের উসকানিমূলক মন্তব্য সৌমিত্র খাঁ’র]

তিনি বলেন, ‘বাংলায় এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই রাজনীতি, হিংসা বন্ধ হবে না।’ তিনি বলেন, ‘সর্বত্র জনরোষ তৈরি হয়েছে। পবন জানার পরিবার বিজেপি করে বলে এই রকম নৃশংসভাবে খুন করা হয়েছে।’ এছাড়া এইদিন সায়ন্তন বসু ক্ষুব্ধ দলীয় কর্মীদের আর ছয় মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে পরামর্শ দিয়ে বলেন, কোনও উত্তেজনা তৈরি করা ঠিক হবে না। তবে দাঁতনে যদি আর একজন বিজেপি কর্মী কিংবা নেতার গায়ে হাত পড়ে তখন দলীয় কর্মীদের যা ইচ্ছা করার সবুজ সংকেত দিয়ে তিনি বলেন, প্রয়োজনে থানা জ্বালিয়ে দেবেন।

[আরও পড়ুন: অনুমতি ছাড়াই ক্যানসার রোগীর ছবি পোস্ট, প্রতিবাদ করে বিজেপি কর্মীদের হাতে ‘প্রহৃত’ যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement