Advertisement
Advertisement

Breaking News

পরিযায়ীরা আর আসবে কি না, ধন্দে সাঁতরাগাছি

দূষণ নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি ঝিলের কচুরি পানা পরিষ্কার করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করেই পরিযায়ীদের ঝিলে আসা নিয়ে ধন্দে বিশেষজ্ঞরা৷

Will Migratory Birds Come This Winter in Santragachi?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 11:33 am
  • Updated:July 5, 2016 11:33 am  

স্টাফ রিপোর্টার: সাঁতরাগাছি ঝিলে এখনও ভিড় করে পরিযায়ী পাখির দল৷ শীতের শুরুতে সূর্যের পথ ধরে সূদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে পরিযায়ীরা৷ সেই সাঁতরাগাছি ঝিলে বাড়তে থাকা দূষণে পরিযায়ীদের আর কত দিন দেখা যাবে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে আগেই৷ সেই মতো ব্যবস্থাও নিয়েছে পরিবেশ আদালত৷ এবার ঝিলে পরিযায়ী পাখিদের আসা নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে৷
দূষণ নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি ঝিলের কচুরি পানা পরিষ্কার করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করেই পরিযায়ীদের ঝিলে আসা নিয়ে ধন্দে বিশেষজ্ঞরা৷ তাঁদের ধারণা, ঝিলে কচুরি পানা না থাকলে আসবে না পরিযায়ী পাখির দল৷ কারণ ঝিলে যে পরিযায়ী পাখির প্রজাতি দেখা যায় তাদের মধ্যে রয়েছে ফুলভাস হুইস্লিং বার্ড, সুইনহোস স্নাইপের মতো পাখি যারা কচুরিপানাতেই বাসা বাঁধে৷ তাই পানা তুলে দিয়ে হয়তো এই ধরনের পাখিদের আর ঝিলে দেখা যাবে না৷
সে কারণে এবার এ নিয়ে বিশেষজ্ঞদের মত নেওয়ার নির্দেশ দিল পরিবেশ আদালত৷ বন দফতর ও মামলাকারী পরিবেশবিদ সুভাষ দত্তকে এই দায়িত্ব দিয়েছে আদালত৷ বিচারপতি প্রতাপ রায়ও ঝিল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন৷ এছাড়াও পাঁচ মাস আগেই হাওড়া পুরসভাকে আদালত নির্দেশ দেয়, পুরসভার নর্দমার জল যাতে ঝিলকে দূষিত না করে৷ সে কারণে নতুন নর্দমা তৈরি করে দূষিত জল পুরসভার সিস্টেমে পাঠানোর জন্যও নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু সেই কাজের জন্য বরাত পাওয়া কোম্পানি ম্যাকিনটস বার্ন কাজ করছে না বলে সোমবার আদালতে জানিয়েছে হাওড়া পুরসভা৷
পুরসভার এই বক্তব্য জানার পর রীতিমতো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত৷ ম্যাকিনটস বার্নকে মামলায় পক্ষ করার নির্দেশ দিয়েছে আদালত৷ পাশাপাশি পুরসভাকেও ডিপিআর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ সাঁতরাগাছি ঝিলের মালিকানা রেলের৷ সেখানে রেলের ডিজেল শেডও রয়েছে৷ এর আগে ১৮ এপ্রিল রেলকে আদালত জানাতে বলে, ওই ঝিল পরিষ্কার করার কত শতাংশ অর্থ রেল বহন করতে পারবে৷ কিন্তু তার পর প্রায় আড়াই মাস কেটে গেলেও কোনও তথ্য জানায়নি রেল৷ দু’সপ্তাহের মধ্যে রেলকে ওই তথ্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement