Advertisement
Advertisement

ফেব্রুয়ারিতেই নতুন জেলা হচ্ছে কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী মাসেই পাহাড়ে এসে তিনি কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন৷

Will make kalimpong a district next month, says Mamata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 23, 2017 2:32 pm
  • Updated:January 23, 2017 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতা তিনিই, যিনি কোনও বিভাজন করেন না৷ প্রকৃত নেতা কোনও বিভেদ করে না৷ বিভেদকারী কখনও দেশের নেতা হতে পারেন না৷ নেতাজি ছিলেন দেশের যথার্থ নেতা৷ নেতাজির ১২০তম জন্মদিনে এভাবেই তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই পাহাড়ের অনুষ্ঠান থেকেই সব বিভাজন মোছার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তাঁর ঘোষণা, আগামী মাসেই কালিম্পং পেতে চলেছে নতুন জেলার মর্যাদা৷

(চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু)

Advertisement

নেতাজির দূরদর্শিতার কথা এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ জানান, শুধু স্বাধীনতাই নয়, স্বাধীনতার পর দেশ কীভাবে চলবে তারও পরিকল্পনা করেছিলেন তিনি৷ প্ল্যানিং কমিশনের পরিকল্পনাও নেতাজির ছিল বলে জানান মুখ্যমন্ত্রী৷ স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো নেতাজির জন্মদিনও যে তাই সমান গুরুত্বপূর্ণ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে গত তিনবছর ধরে এই দিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে৷ পাহাড় তাঁর ভালবাসার জায়গা৷ আর তাই বারবার তিনি পাহাড়ের কাছে ফিরে আসেন৷ এদিন পাহাড়ের উন্নতিতে নানা কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ যার মধ্যে আছে নেতাজির বাড়ির সংস্কারও৷ পাহাড়ে যে বাড়িতে নেতাজি থাকতেন তা সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি৷ এছাড়া বিভিন্ন জনজাতির উন্নয়ন বোর্ডের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা৷ এছাড়া নতুন তিনটি উন্নয়ন বোর্ড তৈরি করে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ নেতাজির আদর্শ মেনেই সাধারণ মানুষের জন্য তাঁর সরকার কাজ করে যাবে বলে জানান তিনি৷

(ছেঁড়া পোশাক সেলাইয়ের জন্য রাহুলকে ১০০ টাকা অনুদান ব্যক্তির)

পাশাপাশি এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করে, যে আগামী মাসেই পাহাড়ে এসে তিনি কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন৷ মিরিক হবে নতুন সাব ডিভিশন৷ এছাড়া কার্শিংয়ে একটি নতুন এডুকেশনাল হাব বলেও ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

ডিজিটাল লেনদেনে আধার নম্বরই আপনার নতুন পাসওয়ার্ড

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement