সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজের বকেয়া থেকে বঞ্চিত রাজ্য। যা নিয়ে বারবারই সরব হয়েছে তৃণমূল সরকার। এমনকী কেন্দ্রের বঞ্চনা নিয়ে কলকাতার রাজপথে ধরনাতেও বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোটের প্রচারেও কেন্দ্রের সেই বঞ্চনাকেই হাতিয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিলেন, বকেয়া না মেটালে দিল্লি অচল করে দেবেন।
এদিন নদিয়ার কৃষ্ণগঞ্জের হাঁসখালির মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee)। বলেন, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সাধারণ মানুষের প্রাপ্য অর্থ আটকে রেখেছে। দিনের পর দিন নানা ভাবে প্রতিবাদ জানিয়েই সুরাহা হয়নি। অভিষেকের কথায়, নরেন্দ্র মোদি, টেনে হিঁচড়ে আপনার দম্ভ, অহংকর ভাঙতে ১০ সেকেন্ডও সময় লাগবে না সাধারণ মানুষের। এই মানুষই মোদিকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। তাঁরাই তাঁকে সরিয়ে দিতে পারে। তাই তাঁদের সঙ্গে বঞ্চনা করা উচিত নয় বলেই হুঙ্কার অভিষেকের।
এরপরই তিনি জানিয়ে দেন, আপাতত পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023) নিয়ে ব্যস্ততা রয়েছে শাসকদলের। তবে নির্বাচন মিটলেই এক-দেড়মাসের মধ্যেই দিল্লিতে গিয়ে বকেয়া আদায় করে আনবেন তিনি। অভিষেকের কথায়, “গায়ের জোরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। এক থেকে দেড়মাসের মধ্যে দিল্লি চলো ডাক দেব। ১০ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে গিয়ে দিল্লি অচল করে দেব। প্রাপ্য ছিনিয়ে আনব। কথা দিচ্ছি। আপনারাও যাবেন তো?” এর আগেও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন অভিষেক। এবার দিল্লি অচল করার বার্তা দিয়ে পঞ্চায়েতে বিজেপিকে চাপে ফেলার কৌশল নিলেন তৃণমূল সাংসদ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.