গৌতম ব্রহ্ম: দুধের দাম বাড়াচ্ছে না বাংলা ডেয়ারি। আমূল ও দিল্লির মাদার ডেয়ারি সংস্থা ভোট মিটতেই দুধের দাম লিটার পিছু ২ টাকা করে বাড়িয়েছে। সোমবার থেকে বর্ধিত দামে এই দুই ব্র্যান্ডের দুধ কিনেছে মানুষ। কিন্তু জনস্বার্থে রাজ্য সরকারের নিজস্ব ব্র্যান্ড ‘বাংলা ডেয়ারি’ সেই পথে হাঁটছে না বলেই প্রাণিসম্পদ দপ্তর সূত্রে খবর।
দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, কাঁচামাল-সহ আনুষঙ্গিক উৎপাদন ব্যয় বৃদ্ধি সত্ত্বেও রাজ্য সরকার দুধের দাম বাড়াচ্ছে না। বাড়িয়েছে দিল্লির মাদার ডেয়ারি। তাই নিয়েই বিভ্রান্তি ছড়িয়েছে। মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আরও একবার দুধের দাম বাড়িয়েছে আমূল। লোকসভা ভোট মিটতেই নিজেদের নয়া দামের তালিকা প্রকাশ্যে এনেছে এই সংস্থা। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, প্রতি ৫০০ মিলিলিটার দুধের দাম বাড়ছে ১ টাকা। লিটারপিছু আমূল দুধের দাম বাড়বে ২ টাকা করে। আমূল (Amul) গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল মিল্ক-সহ সব ধরনের ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই নতুন মূল্য প্রযোজ্য হবে।
নতুন দাম চালু হওয়ার পর থেকে প্রতি লিটার আমূল দুধ কিনতে খরচ হবে ৬৬ টাকা। ৫০০ এমএল পাওয়া যাবে ৩২ টাকায়। এদিকে আমূল টি স্পেশালের এক লিটারের প্যাকেটের দাম হবে ৬৪ টাকা। আমূল শক্তির প্রতি লিটার ৬০ থেকে বেড়ে হচ্ছে ৬২ টাকা। তবে শুধুই দুধের মূল্য় নয়, আমূল দইয়ের দামও বাড়ছে বলে জানানো হয়েছে। তবে আমজনতার কথা ভেবে আপাতত এই পথে হাঁটছে না বাংলা ডেয়ারি’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.