রাজকুমার, আলিপুরদুয়ার: ডুয়ার্সে ফের হাতির তাণ্ডব। খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল এক বুনো দাঁতাল। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বক্সার উত্তর রায়ডাক রেঞ্জের তুরতুরি বেলতলা গ্রামে। জানা গিয়েছে, লবনের খোঁজে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে হানা দেয় এক দাঁতাল। রান্নাঘর তছনছ করে তারপর ফের জঙ্গলে ঢুকে যায় হাতিটি।
[লোকালয় থেকে হাতি তাড়াতে গিয়ে বেঘোরে প্রাণ গেল যুবকের]
স্থানীয়রা জানিয়েছেন, এদিন ভোরে বক্সার উত্তর রায়ডাক রেঞ্জের তুরতুরি বেলতলা গ্রামে বক্সা জঙ্গল থেকে একটা বুনো দাঁতাল বেরিয়ে এলাকায় দাপিয়ে ঘুরে বেড়াতে থাকে। তাই দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। যদিও হাতির আনাগোনা ওই এলাকায় প্রায়শই দেখা যায়। কিন্তু এদিন বুনো দাঁতালটি এলাকার দিলীপ বিশ্বাসের বাড়িতে ঢুকে পড়ে। লবনের খোঁজে রান্নাঘর তছনছ করে। গ্রামবাসীরা লক্ষ্য করেন, হাতিটির একটি চোখ কানা। যদিও হাতিটি কোনও বিরাট ক্ষয়ক্ষতি করেনি বলে জানা গিয়েছে। কিছুক্ষণ গ্রামে ঘোরাঘুরি করে নিজেই শুঁড় দিয়ে কেবলের তার উঠিয়ে সকাল আটটা নাগাদ জঙ্গলে ঢুকে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।
[কুলতলির ম্যানগ্রোভ জঙ্গলে বাঘের হামলা, প্রাণহানি মৎস্যজীবীর]
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ডুয়ার্সেরই বানারহাটের গ্যান্দাপাড়া চা-বাগানে তাণ্ডব চালায় একদল হাতি। লোকালয়ে হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বনকর্মীদের। কিন্তু তাঁরা আসার আগেই এক স্থানীয় যুবক হাতি তাড়াতে গিয়ে তাদের পায়ে পিষ্ট হয়ে মারা যান। বুধবার সকালে গ্যান্দাপাড়া চা-বাগান লাগোয়া একটি ঝোপে আটকে পড়ে হাতিগুলি। ওইদিন সন্ধে থেকে হাতিগুলিকে জঙ্গলে ফেরতে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। কিন্তু, হাতিগুলিকে জঙ্গলে পাঠানো যায়নি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে ফের বুনো দাঁতালের তাণ্ডবে তটস্থ তুরতুরি বেলতলার বাসিন্দারা।
দেখুন সেই ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.