ফাইল ছবি
রাজ কুমার, আলিপুরদুয়ার: চোখে টর্চের আলো ফেলার শাস্তি! তেড়ে এসে শ্রমিকের বুক চিরে দিল বুনো দাঁতাল। মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের পশ্চিম মাদারিহাটে ঘটনাটি ঘটেছে। জখম শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জখম ওই ব্যক্তির নাম সোমরা বাইক। পশ্চিম মাদারিহাটের ভগত লাইনের বাসিন্দা। মধ্যবয়সী ওই ব্যক্তি মঙ্গলবার রাতে প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন। সেই সময় জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে একটি দাঁতাল বেরিয়ে তাকে আক্রমণ করে। দাঁত দিয়ে আক্রমণ করে শরীরের একাধিক জায়গায় ক্ষত করে দিয়েছে দাঁতালটি। প্রথমে মাদারিহাট হাসপাতালে পরে সেখান থেকে জখম ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
ওই ঘাতক হাতিটি অন্য কোথাও কোনও ক্ষতি করেনি। ভগত লাইনের স্থানীয় বাসিন্দা বুধুয়া ওঁরাও বলেন,”সোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় টর্চের আলো মারে। কিন্তু সেই আলো গিয়ে দাঁতালের চোখের উপর গিয়ে পরে। আর এতেই রেগে গিয়ে তেড়ে এসে সোমরাকে আক্রমণ করে দাঁতালটি। ও প্রানে বেঁচে ফেরে কিনা সেটাই এখন চিন্তার।” জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবজিত দে বলেন,”আমরা ঘটনার তদন্ত করে দেখছি। দাঁতাল হাতিটি জঙ্গলে ঢুকে গিয়েছে। জখম ওই শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.