Advertisement
Advertisement

Breaking News

Dharna

বিয়ের পর অত্যাচারের অভিযোগ, স্বামীর সংসার করতে চেয়ে ধরনায় স্ত্রী

অভিযুক্ত স্বামী পেশায় সেনা জওয়ান।

Wife starts dharna to get back own to right to stay with husband in Balurghat | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 5, 2023 4:14 pm
  • Updated:August 5, 2023 4:33 pm  

রাজা দাস, বালুরঘাট: স্বামীর ঘর করতে চেয়ে ধরনায় (Dharna) স্ত্রী। কথা দিয়েও স্বামী কথা রাখেননি বলে অভিযোগ ওই গৃহবধূর। বালুরঘাট (Balurghat) থানার অন্তর্গত চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চক আলম আমরাইল গ্রামের ঘটনা। দিনভর উত্তেজনার পর বালুরঘাট থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে স্বামীর বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করেছে।

Advertisement

 আমরাইলের বাসিন্দা পেশায় সেনা জওয়ান (Army) সোম মুর্মুর সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয় বটুন গ্রাম পঞ্চায়েতের বংশীপুরের বাসিন্দা মাম্পি টুডুর। সোম বর্তমানে রাজস্থানে কর্মরত। স্ত্রী মাম্পির অভিযোগ, চাকরি থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলেই বিভিন্ন কারণে স্বামী অত্যাচার (torture) করত তাঁর উপর। এ নিয়ে গ্রামে সালিশি সভাও হয়। সেখানে সোমকে বোঝানোর পরও বাড়িতে অত্যাচারের মাত্রা কমেনি বলে অভিযোগ।

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! নুসরতের কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে মুখ খুললেন স্বামী যশ]

অবশেষে মাম্পি  স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান সেনার কার্যালয়ে। তা জানামাত্র স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সোম অনুরোধ করেন, অভিযোগ প্রত্যাহার করুক স্ত্রী। সে মাম্পির সঙ্গে শান্তিতে সংসার করবে বলে প্রতিশ্রুতি দেয়। সে কথা শুনে মাম্পি অভিযোগ প্রত্যাহার করতেই সোম বেঁকে বসেন। সে আর স্ত্রীর সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। অবশেষে শনিবার বাপের বাড়ি থেকে এসে স্বামীর বাড়ির সামনে ধরনায় বসেছেন স্ত্রী। পুলিশ তাঁকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দেয়।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তি, কাশ্মীরে ‘অশান্তির আশঙ্কা’য় গৃহবন্দি মেহবুবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement