Advertisement
Advertisement

Breaking News

Sukanta Majumder

সুজাতা ২.০? স্বামীর হয়ে এবার বালুরঘাটে ভোট চাইছেন সুকান্ত জায়া

বাড়ি বাড়ি গিয়ে কী বলছেন কোয়েল মজুমদার?

Wife of Sukanta Majumder starts campaigning for her husband
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 22, 2024 9:15 pm
  • Updated:April 22, 2024 9:15 pm  

রাজা দাস, বালুরঘাট: গত লোকসভা নির্বাচনে স্বামীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল সুজাতা মণ্ডলকে। এবার স্বামী সুকান্ত মজুমদারের হয়ে প্রচার চালাচ্ছেন কোয়েল মজুমদার। প্রায় এক সপ্তাহ ধরে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে করছেন সুকান্ত জায়া। ভোট পর্যন্ত স্ত্রীকে এই ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছেন বালুরঘাটের (Balurghat) বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন। মোট ১৮০০ বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব যে কোনও প্রার্থীর পক্ষেই। তা সত্ত্বেও প্রার্থীরা চেষ্টায় ত্রুটি রাখছেন না। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন। তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন সকলের সামনে।

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় প্রথম জয়ের খাতা খুলল বিজেপি, কোন পথে জয়ী পদ্ম প্রার্থী?]

এ বিষয়ে সুকান্ত জায়া কোয়েল মজুমদার বলেন, “ও বালুরঘাট শহরে সেভাবে সময় দিতে পারছেন না। তাই স্বামীর হয়ে আমি প্রচার করছি। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছি। মূলত বিকেলে যতটা সময় পারছি সেই সময় প্রচার করছি। ও কী কী করেছে সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছি। সকলের কাছেই অভূতপূর্ব সারা পাচ্ছি।”

[আরও পড়ুন: SSC রায়: ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল, ফেরাতে হবে সুদ-সহ বেতন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement