Advertisement
Advertisement

Breaking News

Wife of a police constable arrested in financial fraud case

ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত বিপুল টাকার লেনদেন! গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রী

ধৃতের স্বামীর বিরুদ্ধে উঠেছে আর্থিক তছরুপের অভিযোগ।

Wife of a police constable arrested in financial fraud case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 1, 2023 12:17 pm
  • Updated:October 1, 2023 2:51 pm  

বিক্রম রায়, কোচবিহার: সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতির ভুয়ো তালিকা তৈরি করে লক্ষ লক্ষ টাকা তছরুপে অভিযুক্ত কনস্টেবল স্ত্রী গ্রেপ্তার। আশরাফুল আলমের স্ত্রী বিন্তি বেগমকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। পুণ্ডিবাড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

কোচবিহার জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল আশরাফুল আলম। তার বিরুদ্ধে কয়েকজন কনস্টেবলের উপস্থিতির ভুয়ো তালিকা তৈরি করে দীর্ঘদিন ধরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। সিভিক ভলান্টিয়ারদের বেতন সংক্রান্ত বিষয় দেখার দায়িত্ব ছিল আশরাফুলের। গত ৮ সেপ্টেম্বর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ! কনস্টেবলের পর এবার কাঠগড়ায় হোম গার্ড]

তাকে সাসপেন্ড করা হয়। কোচবিহারের ডিএসপি ক্রাইমের নেতৃত্বে তদন্ত শুরু করা হয়েছিল। শোরগোলের পর থেকেই পলাতক কনস্টেবল আশরাফুল আলম। তার স্ত্রী বিন্তি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ওই কনস্টেবলের স্ত্রী বিন্তি বেগমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত বিপুল টাকার লেনদেন হয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু, গোবরা স্টেশনে বিক্ষোভ-ভাঙচুর উত্তেজিত জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement