Advertisement
Advertisement

Breaking News

দাম্পত্য কলহের জের, স্বামীকে খুন করে সটান থানায় স্ত্রী

ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ পুলিশ।

Wife murder husband in Bangaon and then surendered

ছবি: প্রতীকী

Published by: Bishakha Pal
  • Posted:March 20, 2020 3:24 pm
  • Updated:March 20, 2020 3:26 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্ত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নেহেরু নগর এলাকায়। মৃত যুবকের নাম শংকর দে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শংকর দে’র দু’টি বিয়ে। বহুদিন আগেই প্রথম পক্ষের স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর শ্যামা দে নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয় শংকরের। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। ক্রমশ তা বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছয়। এমনও অভিযোগ, শ্যামা নাকি শংকরের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। পড়শিদের সঙ্গেও সদ্ভাব ছিল না শ্যামার। তার ব্যবহারের জন্যই তাকে এড়িয়ে চলত প্রতিবেশীরা।

Advertisement

[ আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীই পারবেন ঘরে ফেরাতে’, কাতর আবেদন মালয়েশিয়ায় আটক শ্রীরামপুরের দুটি পরিবারের ]

শুক্রবার রাতে শ্যামা ও শংকরের মধ্যে তুমুল ঝামেলা হয়। বচসা কিছুক্ষণের মধ্যেই চরমে পৌঁছয়। পড়শিরাও সেই আওয়াজ শুনেছিলেন। অভিযোগ, তারপরই শংকরের উপর আক্রমণ করেন শ্যামা। প্রথমে সে স্বামীর হাতের শিরা কেটে দেয় বলে অভিযোগ। তার পর গলায় ফাঁস দিয়ে খুন করে সে৷ এরপর শিরা কাটা ছুরি হাতে বনগাঁ থানায় হাজির হয় শ্যামা। পুলিশের কাছে গোটা ঘটনার কথা জানায়। তারপর আত্মসমর্পণ করে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। শংকরের বাড়ি থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[ আরও পড়ুন: করোনা সতর্কতার মাঝেও CAA’র সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার, বিতর্কে বিজেপি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement