Advertisement
Advertisement
Murshidabad

সম্পত্তি নিয়ে বিরোধের জের! স্বামীকে খুন করে মাটিতে ‘পুঁতলেন’ স্ত্রী, সঙ্গী ছেলে-মেয়েরা

বড় মেয়ে, জামাই ও ছেলে পলাতক।

Wife and children allegedly murdered man for property in Murshidabad | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:May 13, 2023 5:52 pm
  • Updated:May 13, 2023 5:52 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: সম্পত্তি নিয়ে বিরোধের জের! স্বামীকে খুন করে বাড়ির ভিতর মাটি খুঁড়ে মেঝেতে পুঁতে দিয়েও শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল স্ত্রী ও কন্যা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পঞ্চবাটি গ্রামে।

পুলিশ সূএে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দশরথ দাস (৪৭)। শনিবার দুপুরে পুলিশ রঘুনাথগঞ্জ থানার পঞ্চবাটি গ্রামে বাড়িতে মাটি খুঁড়ে দশরথের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মৃতের স্ত্রী সুভদ্রা ও ছোট মেয়ে সুদীপাকে গ্রেপ্তার করেছে। দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতি থানার সুজনিপাড়ার বাসিন্দা দশরথ দাস। স্ত্রী সুভদ্রা দাস। দাস দম্পতির এক ছেলে ও দুই মেয়ে। দাম্পত্য অশান্তির জেরে স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। দশরথ থাকতেন সুজনিপাড়ায়। স্ত্রী সুভদ্রা ছেলে ও মেয়েদের নিয়ে রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামে থাকতেন। অভিযোগ, ৯ মে দশরথ দাসকে তাঁর একমাত্র ছেলে মধুসূদনের চিকিৎসার নাম করে জঙ্গিপুর নিয়ে যান সুভদ্রা। তারপর থেকে প্রৌঢ়ের আর কোনও খোঁজ মিলছিল না। এরপরই দাদার খোঁজে সুতি থানায় লিখিত অভিযোগ করেন তাঁর ভাইরা।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘ভাইজান’, বাড়ির দরজায় দাঁড়িয়ে সলমনকে স্বাগত জানালেন মমতা]

শুক্রবার দুপুরে সুতি ও রঘুনাথগঞ্জের পুলিশ যে পঞ্চবাটি গ্রামে দশরথের স্ত্রী সুভদ্রা তাঁর ছেলে-মেয়েদেরকে নিয়ে থাকতেন সেই বাড়িতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে তল্লাশি চালানো হয়। তারপরেও দশরথের দেহ পুলিশ উদ্ধার করতে পারেনি। রাতে সুভদ্রা ও সুদীপাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য বেরিয়ে আসে। শনিবার দুপুরে পুলিশ ধৃত সুভদ্রা ও সুদীপাকে সঙ্গে নিয়ে ফের ওই ঘরের মেঝে খুঁড়ে মুখে কাপড় বাঁধা অবস্থায় দশরথের দেহ উদ্ধার করে।

মৃতের ভাই উদয় কুমার দাস জানান,”দাদার বেশ কিছু জমি আছে। আমাদের সন্দেহ আমার বউদি ও তাঁর ছেলেমেয়েরা সেই সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। দাদা রাজি না হওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুন করার পর মৃতদেহ ঘরের ভিতর মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল।” এই ঘটনার পর দশরথের একমাএ ছেলে মধুসূদন দাস, বড় মেয়ে পুজা দাস ও জামাই অমিত রায় পলাতক। সম্পওি নিয়ে বিরোধ না কি এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘বিজেপির শেষের শুরু, চব্বিশের ইঙ্গিত স্পষ্ট’, কর্ণাটকের ফলাফলে প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement