Advertisement
Advertisement

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন, ঝাড়গ্রামে গ্রেফতার স্ত্রী

পরকীয়ার জেরে স্বামীকে খুন স্ত্রী ও প্রেমিকের৷

Wife and boyfriend killed husband at Jhargram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 6:11 pm
  • Updated:January 9, 2020 3:37 pm  

স্টাফ রিপোর্টার: পরকীয়ার জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরে৷ মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকায় বিকাশ মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়৷ প্রতিবেশীদের দাবি, নিহত বিকাশের সঙ্গে তাঁর স্ত্রী ঝরনা মণ্ডলের নিয়মিত বিবাদ লাগত৷ এ নিয়ে প্রায়ই বিকাশের বাড়ি থেকে ঝগড়া শোনা যেত৷ ঝাড়গ্রাম শহরেই বাড়ির মধ্যে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার জেরে এদিন সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল৷ তদন্তে নেমে ঝরনা মণ্ডলকে আটক করে পুলিশ৷ প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়৷

পুলিশ সূত্রে খবর, তখনই ঝরনা মণ্ডলের সঙ্গে এক যুবকের পরকীয়ার বিষয়টি সামনে আসে৷ পুলিশের দাবি পরে জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে ঝরনা৷ পুলিশকে সে জানিয়েছে, প্রেমিক সূর্যকান্ত পালের সঙ্গে মিলে সোমবার রাতে স্বামীর মাথায় হাতুড়ি মেরে খুন করে৷ বিকাশের পরিবারের তরফে ঝরনার বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, সূর্যকান্ত পাল লালগড়ের বাসিন্দা৷ সে সেখানেই একটি স্কুলের শিক্ষক৷ আপাতত তার খোঁজ করছে  পুলিশ৷ ঝরনাকে গ্রেফতার করেছে পুলিশ৷

Advertisement

বিনপুরের বাসিন্দা বিকাশ স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঝাড়গ্রাম শহরেই থাকতেন৷ বাড়িতেই তিনি এক মেস ও হোটেল চালাতেন৷ ফলে সেই সূত্রেই সূর্যকান্ত পালের সঙ্গে ঝরনার সম্পর্ক হয়৷ এই সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে রোজই বিবাদ লাগত৷ কয়েক মাস আগে সূর্যকান্তের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগও দায়ের করেছিলেন বিকাশ৷ সেই আক্রোশ থেকেই খুন বলে ধারণা পুলিশের৷ তবে এনিয়ে পুলিশ এখনই কোনও মন্তব্য করতে নারাজ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement