ছবি: প্রতীকী
ধীমান রায়, কাটোয়া: মামিশাশুড়ির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক স্বামীর! ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বামীর হাতে আক্রান্ত গৃহবধূ৷ যৌন নির্যাতন ও খুনের হুমকি দেওয়ায় অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নববধূর৷ ভাতারের আমারুন এলাকার ঘটনা৷
অভিযোগ, বিয়ের পর থেকে মামিশাশুড়ির সঙ্গে স্বামীর মাত্রাতিরিক্ত ‘মাখামাখি’ মেনে নিতে পারেননি স্ত্রী৷ মাত্র ৭ মাস আগে বিয়ে হলেও নিয়মিত এই নিয়ে চলত বিবাদ৷ মামিশাশুড়ির সঙ্গে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় নববধূকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে৷ বধূ নির্যাতনের পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগ বছর কুড়ির গৃহবধূর৷ বিয়ের পর থেকেই প্রায় প্রতিদিন স্বামীর হাতে অত্যাচার ও গঞ্জনার শিকার হয়ে মঙ্গলবার ভাতার থানায় লিখিতভাবে অভিযোগ জানান স্ত্রী৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি জানাজানি হতে দু’পক্ষকে বসিয়ে মিটমাটের চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি৷ বরং, মামিশাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে স্বামীর৷ বাড়িতেও রাতের পর রাত স্বামীর সঙ্গে মামিশাশুড়ি সময় কাটাতো বলেও অভিযোগ নববধূর৷ মামিশাশুড়ির সঙ্গে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের মাত্রা বাড়তে থাকায় প্রতিবাদ করেন ওই গৃহবধূ৷ স্বামীর সঙ্গে মামির সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত তিনি আপোস করবেন না বলেও সাফ জানিয়েছেন৷
ভাতারের নর্জাগ্রামের কৃষক পরিবারের মেয়ে ওই বধূ। ভাতার দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রীও বটে৷ গত ১ মার্চ আমারুন বাজারের বাসিন্দা প্রাক্তন পুলিশকর্মীর ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পাত্রের মামাবাড়ি ভাতারের নবস্থাগ্রামে। আমারুন বাজার থেকে তিন-চার কিলোমিটারের মধ্যেই৷ দেখাশোনা করে পাঁচ ভরি সোনার গয়না ও এক লক্ষ টাকা নগদ এবং অন্যান্য দানসামগ্রী যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দেন বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা৷ কিন্তু বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়৷
[খয়রাশোলে তৃণমূল ব্লক সভাপতি খুন, গ্রেপ্তার দুই বিজেপি নেতা-সহ ১১ জন]
কেন এই সমস্যা? নববধূর কথায়, ‘‘ফুলশয্যার দিন দেখি শ্বশুরবাড়িতে অনেক আত্মীয়স্বজন রয়েছেন। রাতে আমাদের সঙ্গেই এক বিছানায় শুয়েছিলেন মামিশাশুড়ি। প্রথমদিকে সৌজন্যের খাতিরে কিছু মনে করিনি। তারপর থেকে দেখি, স্বামী প্রায়ই মামাবাড়ি যাতায়াত করত৷ রাতেও মামিমাকে আনা হত। সারাদিন কাটিয়ে মামিকে ফের পৌঁছে দিয়ে আসে। আবার কোনও কোনও দিন রাতে মামিশাশুড়ি আমারুনেই থেকে যেতেন। এটা ক্রমশ দৃষ্টিকটূ হয়ে উঠছিল। প্রতিবাদ করলে স্বামী তাঁকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ৷ মারধরও করেন৷’’ জানা গিয়েছে, মঙ্গলবারেই ওই বধূ ভাতার থানায় একটি অভিযোগ করেন৷ তবে, এদিন দু’পক্ষই ভাতার থানায় এসে নিজেদের মধ্যে মেটানোর জন্য আলোচনায় বসেন। পুলিশ তরফে জানানো হয়েছে, গৃহবধূ চাইলে নির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.