Advertisement
Advertisement
মুখ্যমন্ত্রী

মমতা পরবর্তী মুখ্যমন্ত্রী কে? তর্কে সরগরম সোশ্যাল মিডিয়া

পাল্লা ভারী শুভেন্দুরই, কেউ কেউ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও৷

Who will succeed Mamata Banerjee in West Bengal?
Published by: Sucheta Sengupta
  • Posted:April 30, 2019 6:08 pm
  • Updated:April 30, 2019 6:08 pm  

ধীমান রায়,কাটোয়া:  কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হঠাতে বদ্ধপরিকর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেশজুড়ে বিরোধী ঐক্যের ডাকও দিয়েছেন। আগামী দিনে বাঙালি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর চেয়ারে  দেখতে চাইছেন অনেকেই৷ আর এখানেই ঘনিয়ে উঠছে জল্পনা৷ মমতা যদি প্রধানমন্ত্রী হন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে পছন্দ করবেন বঙ্গবাসী? সোশ্যাল মিডিয়ায় এনিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে৷ ফেসবুকে তৃণমূল সমর্থকদের একটি গ্রুপে এমনই প্রশ্ন তুলে দিয়েছেন একজন।

[ আরও পড়ুন: ছেলের মৃতদেহ মর্গে রেখে ভোট দিতে লাইনে দাঁড়ালেন মা]

লোকসভা নির্বাচনের মধ্যেই এনিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া৷ কলকাতার বাসিন্দা এক তরুণী ‘ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’  নামে একটি গ্রুপে পোস্ট করেছেন, ‘ধরা যাক মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হলেন। তাহলে আপনার পছন্দ অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী কার হওয়া উচিত?’ এমন এক অমোঘ প্রশ্নের উত্তরে সরগরম সোশ্যাল মিডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে পরবর্তী মুখ্যমন্ত্রীর জন্য বেশ কয়েকটি নামও ঘোরাফেরা করছে নেটিজেনদের বক্তব্যে৷ কেউই নিজেদের পছন্দের নাম বলতে দ্বিধা করছেন না৷ তাতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চেয়ারে বসার ক্ষেত্রে পছন্দের শীর্ষে রয়েছেন রাজ্যের বর্তমান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি৷ কেউ বলেছেন, ‘আমার পছন্দ শুভেন্দু অধিকারিকে, যাঁকে আমরা বিপদে আপদে পাই।’ কেউ কমেন্ট করেছেন,‘এই মুহূর্তে একটাই নাম- সেটা, শুভেন্দু অধিকারি৷’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর পছন্দ বলে দু’একজন জানিয়েছেন৷

Advertisement

[ আরও পড়ুন: বন্ধুত্বের টান! থাইল্যান্ড থেকে চন্দ্রকোনায় হাজির দুই বান্ধবী]

আর তা নিয়েও ওই গ্রুপের মধ্যে বিতণ্ডা বেঁধেছে৷ প্রত্যুত্তরে কেউ লিখেছেন, ‘এই ধরনের প্রশ্ন করে দলের মধ্যে বিভেদ বাধানোর চেষ্টা করছেন কেন? এই সিদ্ধান্ত নেবে একমাত্র দলের ওয়ার্কিং কমিটি।’  কেউ লিখছেন, ‘দলই আলোচনা করে ঠিক করবে।’ বোঝাই যাচ্ছে, দিল্লির সঙ্গে সঙ্গে রাজ্যের পরবর্তী রাজনৈতিক ক্ষমতা নিয়েও ভোটারদের মধ্যে জোর চর্চা চলছে৷ মমতার বিকল্প শুভেন্দু না অভিষেক? নাকি অন্য কেউ? এই নিয়েও সরগরম সোশ্যাল মিডিয়া৷ ভার্চুয়াল জগতের পছন্দ-অপছন্দ যেমনই হোক না কেন, রাজ্যের রাজনৈতিক অভিজ্ঞমহলে কিন্তু শুভেন্দু অধিকারীর নামই বেশি আলোচিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement