বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: অবশেষে জটের নিষ্পত্তি। দার্জিলিং কেন্দ্রে বাম-কংগ্রেস আসন সমঝোতা সম্পূর্ণ। সিপিএম আসন ছাড়ছে কংগ্রেসকে। মঙ্গলবার হতে পারে কংগ্রেসের প্রার্থী ঘোষণা। রাজনৈতিক মহলে জল্পনা শুরু প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় তামাংকে ঘিরে।
ইতিমধ্যে বামফ্রন্ট কোচবিহার, জলপাইগুড়ি ও বালুরঘাট আসনে প্রার্থী ঘোষণা করেছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ আসন কংগ্রেস দাবি করে বসায় জট পাকে। সম্ভাবনা মতোই আলিপুরদুয়ার আসনে আরএসপি প্রার্থী মিলি ওঁরাওয়ের নাম জানিয়ে দিয়েছে বামফ্রন্ট। ঝুলে ছিল দার্জিলিং আসন। সেটাও রবিবার রাতের বৈঠকে চূড়ান্ত হয়ে বলে বামফ্রন্ট সূত্রে খবর। দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক সমন পাঠক বলেন, “আর কোনও সমস্যা নেই। কংগ্রেসের সঙ্গে আসন রফার চূড়ান্ত আলোচনা হয়েছে। আমরা কংগ্রেসকে আসনটি ছেড়ে দিয়েছি। মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হবে।” কে প্রার্থী হচ্ছেন? জেনেও সিপিএম নেতা মুখ খোলেননি।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বিনয় তামাং প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। যদিও বিনয় ওই বিষয়ে মুখ খোলেননি। তিনি বলেন, “অল্প সময়ের মধ্যে দল প্রার্থীর নাম ঘোষণা করবে। আমার কিছু জানা নেই।” যদিও রাজনৈতিক মহলের মতে, বিনয় প্রার্থী হচ্ছেন নিশ্চিত হয়েই পাহাড়ে জনসংযোগ জারি রেখেছেন। বাইরে কোথাও যাচ্ছেন না। তিনি প্রার্থী হলে দেখার বাম-কংগ্রেস ভূমিপুত্র প্রার্থী দিয়ে নিজেদের হারানো জমির কতটা উদ্ধার করতে পারে।
১৯৫৭ থেকে ২০০৪ লোকসভা নির্বাচন পর্যন্ত দার্জিলিং লোকসভা আসনটি কংগ্রেস ও বামেদের মধ্যে ঘোরাফেরা করেছে। ২০০৯ লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের উত্থান ঘটে। এই আসন থেকে বামফ্রন্টের সিপিএম ছয়বার এবং কংগ্রেস পাঁচবার নির্বাচিত হয়েছে। বিজেপির দখলে রয়েছে তিন দফায়। যদিও আশির দশকে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় থেকে বাম ও কংগ্রেসের যে সাংগঠনিক ভূমিক্ষয়ের সূচনা হয় সেটা আর থামেনি।
রাজনৈতিক মহলের মতে, এবার অবশ্য পাহাড়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। একদিকে গেরুয়া শিবিরের আভ্যন্তরীণ বিদ্রোহ, প্রার্থী ঘোষণা নিয়ে টালবাহানা। অন্যদিকে জিটিএ, পুরসভা, পঞ্চায়েত-সহ পাহাড়ের প্রতিটি স্তরে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নিরঙ্কুশ আধিপত্য। সেই মোর্চার সঙ্গে আসন সমঝোতা করে প্রার্থী দিয়েছে তৃণমূল। বিনয় তামাং প্রার্থী হলে কিছু ভোট ঘরে তুলবে বাম-কংগ্রেস জোট। সেটাতে বেশি লোকসান হতে পারে গেরুয়া শিবিরের। এবার বিজেপিও যদি বহিরাগত প্রার্থী না করে ভূমিপুত্র বেছে নেয় তবে দেড় দশক পর দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটদাতারা ঘরের ছেলেদের মধ্যে লড়াই দেখার সুযোগ পাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.