Advertisement
Advertisement

Breaking News

Katwa

আমচকা আগুন জ্বলে উঠছে বিছানা-ভিজে কাপড়ে! অদ্ভুত কাণ্ড পূর্ব বর্ধমানে

ব্যাপারটা কী?

Wet cloth catching fire, suspicious incident in Katwa | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2023 7:57 pm
  • Updated:January 8, 2023 8:25 pm  

সৌরভ মাজি, বর্ধমান: অদ্ভুতুড়ে কাণ্ড। যখন তখন আগুন ধরে যাচ্ছে ঘরের বিভিন্ন সামগ্রীতে। কখনও পর্দায়। কখনও বিছানায়। এমনকী ভিজে বস্ত্রতেই নাকি আগুন ধরে যাচ্ছে। গত কয়েকদিনের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার উচালন হাজরাপাড়ায়। শুরু হয়েছে বিভিন্ন জল্পনাও। গুজবও ছড়াচ্ছে কেউ কেউ এর মধ্যে ‘অলৌকিক’ কিছু খুঁজে পেয়েছেন। যদিও বিজ্ঞানমনস্করা সাফ জানাচ্ছেন অলৌকিক বা‌ ভৌতিক কিছু থাকতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কেউ একজন রয়েছে। সকলের অগোচরে সেই এটা ঘটাচ্ছে কোনও অসৎ উদ্দেশ্যে।

হাজরাপাড়ার বাসিন্দা দেব্রত হাজরা। বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী রেণুকা হাজরা। তাঁদের ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। পুত্রবধূ অবশ্য  শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকেন। রেণুকা জানান, দিন সাতেক ধরে এমন কাণ্ড ঘটছে বাড়িতে। গোয়ালঘরে আচমকা আগুন লেগেছে। তিনি বলেন, “কখনও বিছানায় আগুন ধরে যাচ্ছে। দরজা-জানালা বন্ধ থাকলেও ঘরের ভিতরে আগুন ধরে যাচ্ছে। দাউদাউ করে জ্বলছে। কীভাবে ঘটছে কিছুই বুঝতে পারছি না। খুবই ভয়ে‌ ভয়ে থাকতে হচ্ছে।” খবর পেয়ে রবিবার ওই গ্রামে যান রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। তিনি বলেন, “পরিবারের সকলের সঙ্গে কথা বলেছি। ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন রাখার জন্য বলা হয়েছে। বড় দুর্ঘটনা যাতে না ঘটে তার জন‌ নজর রাখতে বলা হয়েছে।” সোমবার বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দলও গ্রামে আসবে বলে জানিয়েছেন সভাধিপতি।

Advertisement

[আরও পড়ুন: কাটোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, মৃত্যু সাইকেল আরোহীর, জখম কমপক্ষে ৪০]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কয়েকদিনে যতবার আগুন লেগেছে ততবারই এই পরিবারেরই একজন সদস্য প্রথম তা লক্ষ্য করেছেন। স্বাভাবিকভাবে সেই সদস্যর ভূমিটা খতিয়ে দেখছে পুলিশও। পরিবারের সকল সদস্যকেই সতর্ক থাকতে বলা হয়েছে। বিজ্ঞান মঞ্চের সদস্য তথা শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞানের শিক্ষক তাপস কার্ফা এদিন সাফ বলেন, “কোনও অলৌকিক কিছু নয়। অতীতেও অন্যত্র আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি। সেখানে গিয়ে আমরা যে এই ঘটনা ঘটাচ্ছিল তাকে চিহ্নিত করতে পেরছিলাম। তার পর থেকে এই সব ঘটনা বন্ধ হয়েছিল।”

তিনি জানান, এই সব ক্ষেত্রে পরিবারেরই কেউ যুক্ত থাকতে পারে। আবার পরিবারের বাইরের কেউ কোনও প্রতিশোধ নিতে বা অন্য কোনও কারণে এই ধরনের ঘটনা ঘটায়। তাকে চিহ্নিত করতে হবে। তাহলেই বন্ধ হয়ে যাবে এই ঘটনা। মানসিক অসুস্থতার কারণে বা অন্য কোনও উদ্দশ্যে পরিবারের কেউ এটা ঘটাচ্ছে। তেমন সম্ভাবনাই বেশি।

[আরও পড়ুন: বিজেপি সমর্থক হওয়ার মাশুল? মহিষাদলের গ্রামে ২ পরিবারকে ‘একঘরে’ করল পল্লি কমিটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement