Advertisement
Advertisement
তৃণমূল

‘হাত মুচড়ে দিন’, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়ে কমিশনের কোপে তৃণমূল নেতা

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতিকে শোকজ কমিশনের৷

West Midnapore TMC leader threatens Central forces
Published by: Tanujit Das
  • Posted:March 23, 2019 11:55 am
  • Updated:March 23, 2019 11:55 am  

সংবাদ প্রতিদিন ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাত মুচড়ে ভেঙে দিতে বলায় নির্বাচন কমিশনের কোপের মুখে পড়লেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি৷ কমিশনের তরফে শোকজ করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, আশানুরূপ উত্তর না পেলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কমিশন৷ যদিও বিতর্কিত মন্তব্যের পর সাফাই দিয়েছেন এই তৃণমূল নেতা৷ জানিয়েছেন, তিনি খারাপ কিছু বলতে চাননি৷

[সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটপ্রচারের আগে মন্দির-মাজারে নুসরত ]

Advertisement

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছে সেখানকার ভূমিপুত্র তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)৷ তাঁর সমর্থনেই একটি কর্মীসভায় বক্তৃতা দেন অজিত মাইতি৷ এবং সেখানেই কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন তিনি৷ উসকানি দেওয়ার ভঙ্গিতে কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ কেন্দ্রীয় বাহিনী রাস্তায় ঠিক আছে৷ কিন্তু তাঁরা যদি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, তবে হাত মুচড়ে দিতে হবে জওয়ানদের৷ এখানে এতো সাংবাদিক রয়েছে৷ যান গিয়ে অভিযোগ করুন৷ আমিও দেখব কত বড় ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর৷ আমি দায়িত্ব নিয়ে বলছি৷ এদের নেতা হয়ে বলছি৷ আমি দেখব কত হিম্মত রয়েছে৷’’ পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি যখন কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলে এমন উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, তখন সেই মঞ্চেই বসেছিলেন প্রার্থী দীপক অধিকারী৷ একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে, কীভাবে তিনি মঞ্চে বসে দলীয় নেতার এমন বিতর্কিত বক্তব্য শুনলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷

[কারশেডে পুড়ে ছাই ফলকনামা এক্সপ্রেসের কামরা, কারণ নিয়ে ধোঁয়াশা]

জানা গিয়েছে, অজিত মাইতির এই বক্তব্যের ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে৷ তারপরই মেদিনীপুরের ডিএম, পি মোহন গান্ধীর কাছে রিপোর্ট তলব করে কমিশন৷ যদিও বক্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি৷ তাঁর দাবি, বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেছেন৷ তবে খারাপ কিছু বলতে চাননি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement