সুনীপা, চক্রবর্তী, ঝাড়গ্রাম: সামান্য পরিকাঠামো। তার মধ্যেই বাজিমাত। ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পর এবার কানের জটিল অপারেশনে সাফল্য পেল গোপীবল্লভপুর হাসপাতাল। কানের ছিঁড়ে যাওয়া বা ফুটো হয়ে যাওয়া পর্দা, অপারেশনের মাধ্যমে সারালেন চিকিসৎকরা।
[ফের স্টোনম্যানের কায়দায় খুন, চাঞ্চল্য হাওড়ায়]
গত ৩০ অক্টোবর গোপীবল্লভপুর (১) ব্লকের ঝাটায়াড়া গ্রামের বাসিন্দা বলরাম সিং কানের যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। কুড়ি বছরের ওই যুবককে নিয়ে যাওয়া হয় গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ডাক্তাররা কান পরীক্ষা করে দেখেন সংক্রমণের জন্য বলরামের কানে পুঁজ জমা হয়েছে। তার জেরে কানের মেমব্রেন তথা পর্দা ফুটো হয়ে গিয়েছে। চিকিৎসকদের মতে কানের পর্দা ফুটো হয়ে গেলে যে কোনও মানুষের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং মাথা ঘোরাতে থাকে। বলরামের ওই অবস্থা দেখে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। তারা মনে করেছিলেন একমাত্র অস্ত্রোপচারেই সুস্থ হওয়া সম্ভব। সেইমতো ফুটো হয়ে যাওয়া পর্দা সারাতে মেমব্রেন গ্রাফটিং করানো হয়। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় টিম্পেনো প্ল্যাস্টি অপারেশন। এই গোটা কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন ইএনটি চিকিৎসক সুজিত মণ্ডল। তাঁকে সহযোগিতা করেন আরও এক ডাক্তার সৌমেন্দু পাত্র।
[ডাক্তার ছেড়ে ওঝার দ্বারস্থ পরিবার, মৃত্যু সাপে কাটা রোগীর]
সুজিতবাবু জানান, ওই রোগী দীর্ঘদিন ধরে পুকুরে স্নান করতেন। পুকুরের নোংরা জলের জন্য বলরামের কানে সংক্রমণ শুরু হয়। এর ফলে কানে পুঁজ জমতে থাকে এবং কানের পর্দা ফুটো হয়ে যায়। টিম্পেনো প্ল্যাস্টি অপারেশনের মাধ্যমে ফুটো অংশে গ্রাফটিং করে পর্দাটি সারিয়ে তোলা হয়। এটি একটি মাইক্রো সার্জারি। কানের ভিতরের একটি অংশ থেকে মেমব্রেন নিয়ে করা হয় গ্রাফটিং। হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, প্রত্যন্ত এই এলাকায় মানুষ এমন পরিষেবা পাচ্ছেন। এটা বড় ব্যাপার। আমাদের হাসপাতালে ইএনটি অপারেশন এদিনই প্রথম হল। প্রসঙ্গত, এর আগে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক গৈরিক মাজি শ্বাসনালি জোড়া দেওয়া এবং কেটে যাওয়া আঙুল জোড়া লাগানোর মতো জটিল অপারেশন করে সফল হয়েছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.