Advertisement
Advertisement
তৃণমূলের অঞ্চল সভাপতি

অন্তঃসত্ত্বার পেটে লাথি, নষ্ট গর্ভস্থ ভ্রূণ, অমানবিক ঘটনায় নাম জড়াল তৃণমূল অঞ্চল সভাপতির

প্রসূতির পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।

West Burdwan TMC leader pregnant miscarriage

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 7, 2020 10:16 pm
  • Updated:September 7, 2020 11:00 pm  

সৌরভ মাজি, বর্ধমান: পারিবারিক বিবাদের মধ্যে নাক গলিয়ে এক মহিলা ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এমনকী ওই অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে বর্ধমান-১ ব্লকের রায়ান-১ গ্রাম পঞ্চায়েতের হটুদেওয়ান ডাঙাপাড়া এলাকায়। ওই মহিলা রাকিয়া বিবি ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়ে সালু বিবিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সালুর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি পরিজনদের। তাঁদের অভিযোগ, তৃণমূল (TMC) অঞ্চল সভাপতি জামাল শেখের বিরুদ্ধে। যদিও জামালের দাবি, ঘটনার সময় তিনি ছিলেনই না।

জখমরা স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপা বিবির আত্মীয়। রবিবার রাতে রূপার আত্মীয়দের মধ্যে পারিবারিক বিবাদ বাঁধে। তাতে জামাল শেখেরও নাম জড়ায়। পরে স্থানীয়দের মাধ্যমে সেই বিবাদ তখনকার মতো মিটে যায়। সোমবার সকালে ফের বিবাদ বাঁধে। অভিযোগ, সেই সময় ফের জামাল শেখ তাঁর স্ত্রী-সহ রাকিয়াদের বাড়িতে আসে। বলতে থাকে, নিজেদের পারিবারিক বিবাদে কেন জামালের নাম করা হচ্ছে। এই নিয়ে তর্কাতর্কি হওয়ার পর আচমকাই রাকিয়া ও সালুকে ব্যাপক মারধর শুরু করা হয় বলে অভিযোগ। জামাল সালুর পেটে লাথি মারে বলে অভিয়োগ। তাঁর রক্তপাত শুরু হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টে বড় জয়, কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার অভিযানে পুরুলিয়ার নাম অন্তর্ভুক্তির নির্দেশ]

সঙ্গে সঙ্গে তাঁদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রূপা বিবি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলেরই অঞ্চল সভাপতি তাঁর আত্মীয়দের উপর অকথ্য অত্যাচার করেছে। পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তান নষ্ট করে দিয়েছে। ঘটনার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও জামাল শেখ দাবি করেছেন তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় তিনি এলাকাতেই ছিলেন না। তবে ওদের পারিবারিক বিবাদের সময় তাঁর স্ত্রী অশান্তিতে জড়িয়েছিলেন। কিন্তু কেউ লাথি মারেনি।

[আরও পড়ুন: ‘রাজ্য সরকারের নীতি হিংসা, অথচ পুলিশ নির্বিকার’, ফের উর্দিধারীদের তোপ দিলীপের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement