সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোর সন্দেহে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের মতো গুরুতর অভিযোগে নতুন করে সরগরম মালদহ (Maldah)। বামনগোলার এই ঘটনার সত্যতা যাচাইয়ে এবার আসরে রাজ্য মহিলা কমিশন (West Bengal Women Commission)। মালদহে যাচ্ছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা। ইতিমধ্যেই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা (Suo-moto) দায়ের করেছে মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে চাওয়া হয়েছে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটিও।
ভাইরাল ভিডিওয় (Viral Video) দেখা গিয়েছে, বামনগোলার পাকুয়াহাটে দুই আদিবাসী মহিলাকে চুরির অভিযোগে নগ্ন করে মারধর করা হয়। তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে রাজ্যস্তরের নেতানেত্রীরা বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট কড়া ভাষায় সমালোচনা করেছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পালটা জবাব দিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা-মন্ত্রীরাও।
যদিও গোটা ঘটনা নিয়ে এখনও নীরব জেলা পুলিশ সুপারের। এমনকী অভিযোগ নিয়েও একটি শব্দও খরচ করেননি। বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই শোনা গিয়েছে। তবে ভিডিও ভাইরাল হওয়ায় তৎপর হয়েছে রাজ্য মহিলা কমিশন। সংস্থার চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় নিজে বামনগোলা যাবেন বলে খবর। নির্যাতিতাদের সঙ্গে কথা বলে সত্যাসত্য যাচাই করবেন। এই ঘটনায় যেহেতু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই থানায় গিয়েও তাঁরা কথা বলতে পারেন। ইতিমধ্যেই মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.