Advertisement
Advertisement

Breaking News

Maldah

আদিবাসী মহিলাদের হেনস্তার অভিযোগ, খতিয়ে দেখতে মালদহ যাচ্ছেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা

ইতিমধ্যেই এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।

West Bengal Women Commission will visit Maldah to inspect the allegation of tribal women's harrassment | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 22, 2023 6:30 pm
  • Updated:September 19, 2023 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোর সন্দেহে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের মতো গুরুতর অভিযোগে নতুন করে সরগরম মালদহ (Maldah)। বামনগোলার এই ঘটনার সত্যতা যাচাইয়ে এবার আসরে রাজ্য মহিলা কমিশন (West Bengal Women Commission)। মালদহে যাচ্ছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা। ইতিমধ্যেই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা (Suo-moto) দায়ের করেছে মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে চাওয়া হয়েছে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটিও।

ভাইরাল ভিডিওয় (Viral Video) দেখা গিয়েছে, বামনগোলার পাকুয়াহাটে দুই আদিবাসী মহিলাকে চুরির অভিযোগে নগ্ন করে মারধর করা হয়। তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে রাজ্যস্তরের নেতানেত্রীরা বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট কড়া ভাষায় সমালোচনা করেছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পালটা জবাব দিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা-মন্ত্রীরাও।

Advertisement

[আরও পড়ুন: ‘আসুন যৌথ জেরায় অংশ নিই’, সারদা মামলায় শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ কুণালের]

যদিও গোটা ঘটনা নিয়ে এখনও নীরব জেলা পুলিশ সুপারের। এমনকী অভিযোগ নিয়েও একটি শব্দও খরচ করেননি। বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই শোনা গিয়েছে। তবে ভিডিও ভাইরাল হওয়ায় তৎপর হয়েছে রাজ্য মহিলা কমিশন। সংস্থার চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় নিজে বামনগোলা যাবেন বলে খবর। নির্যাতিতাদের সঙ্গে কথা বলে সত্যাসত্য যাচাই করবেন। এই ঘটনায় যেহেতু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই থানায় গিয়েও তাঁরা কথা বলতে পারেন। ইতিমধ্যেই মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে খবর।

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের পরে ভারতের আয়ারল্যান্ড সফর, টিম ইন্ডিয়া পাচ্ছে নতুন অধিনায়ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement