Advertisement
Advertisement

বর্ষশেষে স্বমহিমায় শীত, লম্বা ইনিংসের পূর্বাভাস হাওয়া অফিসের

কুয়াশায় প্রায় ছ'ঘণ্টা দেরিতে চলছে দূরপাল্লার একাধিক ট্রেন।

West Bengal witnesses coldest day
Published by: Bishakha Pal
  • Posted:December 27, 2018 11:06 am
  • Updated:December 27, 2018 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষে স্বমহিমায় ফিরল শীত। টানা ন’দিন স্বাভাবিকের নিচে কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবারও শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপমাত্রা বাড়ার এখনই কোনও সম্ভাবনা নেই। উলটে অন্তত আরও দু’দিন পারদ ক্রমশ নিম্নমুখীই থাকবে।

আজ, বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই নিয়ে ছ’বছরে দ্বিতীয়বার এতটা নামল পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না।

Advertisement

স্কলারশিপের সাড়ে পাঁচ কোটি টাকার প্রতারণা, কেরল পুলিশের জালে চোপড়ার স্কুলকর্মী ]

কলকাতার পারদ আজ ১১ ডিগ্রিতে আটকে গেলেও জেলাগুলিতে ইতিমধ্যেই ১০-এর নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। কোথাও আবার ১০ ডিগ্রিতেই থেমে গিয়েছে পারদ। কোচবিহারে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আসানসোলের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়ায়। বর্ধমান, বাঁকুড়া ও মালদা-সহ একাধিক জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ভারতের অবস্থা তো আরও সঙ্গীন। দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডার পাশাপাশি কুয়াশায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। লোকাল ট্রেন তো বটেই, দূরপাল্লার অনেক ট্রেন চলছে বেশ খানিকটা দেরিতে। রেল সূত্রে খবর, দিল্লিগামী কালকা মেল চলছে প্রায় ছ’ঘণ্টা দেরিতে। দুন এক্সপ্রেসও প্রায় সাত ঘণ্টা দেরিতে চলছে। গীতাঞ্জলি এক্সপ্রেসেরও প্রায় একই অবস্থা। এই ট্রেনটি তিন ঘণ্টা দেরিতে চলছে বলে খবর। ঘন কুয়াশার জন্যই ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। কাশ্মীরের অবস্থা আরও ভয়াবহ। অতিরিক্ত ঠান্ডা ও বরফ পড়ার কারণে সেখানে প্রায় সব পরিবহণই বন্ধ। শুধু চলছে ট্রেন। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রেন চলছে কাশ্মীরে। স্থানীয়রা শুধু ট্রেনেই যাতায়াত করছেন।

এদিকে বরফে ঢেকে যাওয়া কাশ্মীর এখন পর্যটকদের জন্য সত্যিই ভূস্বর্গ। পরিবহন বন্ধ হলেও ট্রেনে বসে নতুন আনন্দে মজেছে তারা। দু’পাশ বরফে ঢাকা, আর তার মধ্যে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন। এমন মজা কেই বা ছাড়তে চায়? সব মিলিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতজুড়ে তেড়ে ব্যাট করতে নেমে পড়েছে শীত।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোন, চান কপিল মুনির আশ্রমের মোহন্ত ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement