Advertisement
Advertisement

Breaking News

West Bengal

১২২ বছরের উষ্ণতম ফেব্রুয়ারি এবারই, মার্চের শুরুতে ৩৫ ডিগ্রি ছাড়াবে কলকাতার তাপমাত্রা

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal witnessed hottest February this year | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:March 1, 2023 11:18 am
  • Updated:March 1, 2023 11:47 am  

নিরুখা খাতুন: উষ্ণতর হচ্ছে বিশ্ব। ফেব্রুয়ারি মাসই সেই অশনিসংকেত দিয়েছে। কারণ ১৯০১ সাল থেকে এত গরম ফেব্রুয়ারি দেখেননি বিশেষজ্ঞরা। ১২২ বছরের ইতিহাসে এই প্রথমবার উষ্ণতম ফেব্রুয়ারি মাস কাটল। এ বছর আরও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

দেশের হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিন মাসে ভারতের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ বইবে। আর গোটা ফেব্রুয়ারি মাসে দিনের সর্বোচ্চ গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯০১ সালের পর দিনের নিরিখে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরও আশঙ্কার কথা শুনিয়েছে। জানানো হয়েছে, মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাপিয়ে যাবে কলকাতার তাপমাত্রা। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

[আরও পড়ুন: ‘বসন্ত উৎসবের নামে তাণ্ডব বন্ধ করে দিয়েছি’, উপাসনা গৃহ থেকে ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য]

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় প্রায় একইরকম গরম অনুভূত হবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলা ও দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। পূবালী হাওয়ার দাপট থাকবে। জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। বুধবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি ছিল। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা’ অতীত, ব্রিটেন সফরের জন্য লুক বদলে ফেললেন রাহুল গান্ধী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement