Advertisement
Advertisement

Breaking News

Winter

ভাঙল ১৮ বছরের রেকর্ড! ‘উষ্ণ’ ডিসেম্বরে বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি

বছরের শেষটা কি উষ্ণতায় কাটবে? প্রশ্ন আমজনতার।

West Bengal weather updates: Record rise in temperature in December | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:December 27, 2022 10:40 am
  • Updated:December 27, 2022 10:45 am  

নিরুফা খাতুন: শেষ কবে পৌষে তাপমাত্রা এতটা বেশি ছিল, মনে করা কঠিন। কিন্তু এ বছরের ডিসেম্বর তা ফের মনে করিয়ে দিচ্ছে। ২০০৪ সালের পর ফের ২০২২। আঠারো বছরের রেকর্ড ভেঙে এ বছরের ডিসেম্বর মাস আরও উষ্ণ। রাজ্যের তাপমাত্রা (Temparature) স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি! আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ প্রায় ২১ ডিগ্রি। যা সাধারণভাবে ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশের থাকার কথা। তবে বুধবার থেকে আবহাওয়ার এই উলটপুরাণে ইতি পড়তে চলেছে। ফের নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। বছরের শেষটা কাটতে পারে শীতল পরিবেশেই।

কয়েকদিন ধরেই ঠান্ডার অনুভূতি তেমন টের পাওয়া যাচ্ছিল না। সোয়েটার, জ্যাকেট বাহুল্য মনে হচ্ছিল। ঘরে-বাইরে গরমজামা ছাড়াও দিব্যি থাকা যাচ্ছিল। তাপমাত্রা যে একটু একটু করে বাড়ছে, তা টের পাচ্ছিলেন সকলেই। মঙ্গলবার ভোরে দেখা গেল, শীতের (Winter) লেশমাত্র নেই। শিরশিরে হাওয়াও সেভাবে কামড় বসাচ্ছে না। শুধু কি তাই? ডিসেম্বরেও (Decemnber) কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। কখনও-সখনও পাখা চালাতে হচ্ছে। রাতেও তেমন শীতের অনুভূতি নেই। গায়ে কাঁথা, কম্বল কিছুই রাখা যাচ্ছে না। সবমিলিয়ে অস্বস্তিকর পরিবেশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২০.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে কমপক্ষে ৭ ডিগ্রি বেশি।

Advertisement

[আরও পড়ুন: ছুটি কাটাচ্ছেন প্রেমিক, তাঁর হয়ে পরীক্ষায় বসে হাতেনাতে ধরা পড়লেন তরুণী]

২০০৪ সালের ২১ ডিসেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আর ২০২২ সালের ২৭ ডিসেম্বর তা চড়ল ২০.৭ ডিগ্রিতে। কিন্তু কেন এমন পরিস্থিতি? এতটা উষ্ণ (Warm) পৌষ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপাসগারে নিম্নচাপের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে তাই উধাও শীত। সোমবারও কলকাতার (Kolkata) পারদ একধাক্কায় আরও তিন ডিগ্রি বেড়ে গিয়েছিল। মঙ্গলবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

[আরও পড়ুন: সব সত্য়ি সামনে আসবে! ‘ভ্যাকসিন ওয়ার’ ছবির শুটিং শুরু করে হুঁশিয়ারি বিবেক অগ্নিহোত্রীর]

বুধবার থেকে পারদ নিম্নমুখী হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বছরের শেষ লগ্নে শীত ফিরবে।  ২৯ থেকে ৩১ ডিসেম্বর তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement