আজ মরশুমের শীতলতম দিন,। ছবি: অমিত মৌলিক।
নিরুফা খাতুন: চলতি সপ্তাহেই ফের পারদের পতন। রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। আগামী কাল, বৃহস্পতিবার থেকেই রাজ্যে তাপমাত্রা নামবে। এই বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল থেকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে। রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে রাজ্যের একাধিক জেলায়। মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া আগামী ৫ দিন থাকবে রাজ্যে। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ রাজ্যের নয় জেলায়।
ঘূর্ণাবর্তের জন্য শীতের আমেজ ধাক্কা খেয়েছে দিন কয়েক আগে থেকেই। বাংলার দুই বঙ্গেই তাপমাত্রা বেড়েছে। তবে চলতি সপ্তাহে আর আশাহত হওয়ার কারণ থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এবার তাপমাত্রা নামতে চলেছে। দক্ষিণবঙ্গে আগামিকাল থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে একাধিক জেলায়। তেমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
আগামী চার-পাঁচ দিন মূলত পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের তিন থেকে পাঁচ জেলায় মাঝারি পরিমাণে কুয়াশার প্রভাব থাকতে পারে। অন্যান্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকার বার্তা দেওয়া হয়েছে। বেলা বাড়লে আকাশ ক্রমশ পরিষ্কার হবে। আজ বুধবার মাঝারি কুয়াশা থাকবে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।
কলকাতাতেও কমবে রাতের তাপমাত্রা। সপ্তাহের শেষে পারা পতনের ইঙ্গিত। শনি ও রবিবার থেকে জমিয়ে শীতের আমেজ ফেরার ইঙ্গিত। আজ বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে।
পূর্ব বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার, ৭ ডিসেম্বর। কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় এবং রাজধানী দিল্লিতেও কুয়াশার সম্ভাবনা।
শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে রবিবার তার প্রভাব পড়বে। ওই দিন হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.