সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে নভেম্বর শেষের পথে। পূর্বাভাস সত্যি করে ইতিমধ্যেই শীতের আমেজ দেখা দিয়েছে। জেলায় জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৮-১৯ ডিগ্রির ঘরে। এখন শীতপ্রেমীদের প্রশ্ন, কবে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কয়েকটা দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনার কিছু অংশে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার সকাল থেকে কুয়াশার হালকা চাদরে মুড়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আগামিকাল সকালের দিকে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে। রবিবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে। তবে তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা নেই।
এদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এর অভিমুখ থাকবে। আগামিকাল অর্থাৎ ২৩ শে নভেম্বর এটি নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই সিস্টেমটি এর পর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। মৎস্যজীবী সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এর বিশেষ প্রভাব পড়বে না বাংলায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.