Advertisement
Advertisement
West Bengal Weather Update

শীত নয়, নভেম্বরেও বৃষ্টির আশঙ্কা! কবে বদলাবে আবহাওয়া?

কবে প্রবেশ করবে উত্তুরে হাওয়া? জেনে নিন কী বলছে হাওয়া অফিস।

West Bengal Weather Update: Met department predicts rain in next 24 hours

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 6, 2024 11:13 am
  • Updated:November 6, 2024 11:51 am

নিরুফা খাতুন: ক্যালেন্ডার বলছে নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ। ফলে এবার ধীরে ধীরে শীতের দেখা মেলারই কখা। কিন্তু তেমনটা হচ্ছে কই! ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়তেই বাড়ছে গরম। সকলের মনেই প্রশ্ন, কবে দেখা মিলবে শীতের? স্বস্তির খবর শোনাতে পারল না হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে। তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে মাঝ নভেম্বরে বদলাবে আবহাওয়া।

জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের মধ্যভাগে। যেটি কেরল উপকূল সংলগ্ন। একটি অক্ষরেখা রয়েছে এই যেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। শ্রীলঙ্কা উপকূলের কাছে গালফ অফ মানারে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। ক্রমশ এটি দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম দিকে এগোবে বলে খবর। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ- পশ্চিম বঙ্গোসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাসের সম্ভাবনা।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচদিন রাজ্য তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা কার্যত নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। তবে সকালের দিকে কুয়াশার থাকবে। আজ অর্থাৎ বুধবার মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তুরে হওয়ার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। নভেম্বরের শেষ দিকে নামবে তাপমাত্রার পারদ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement