নিরুফা খাতুন: অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে দোলের সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে ভিজল গোটা বাংলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তিলোত্তমাতেও। আগামিকাল ঝড়-বৃষ্টি আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত। যা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। রয়েছে কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং রাজস্থানের উপর। মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা উত্তর-পশ্চিম ভারতে। সব মিলিয়ে দোলের দিন বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাসই সত্যি হল। সোমবার বিকেল থেকে বাংলাজুড়ে বদলাতে শুরু করে আবহাওয়া। ঝোড়ো হাওয়া শুরু হয় জেলায় জেলায়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ বিভিন্ন জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইছে হাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। যার ফলে তাপমাত্রা খানিকটা কমবে। হাঁসফাঁস গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবে বঙ্গবাসী। বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বেশি বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। দিনভর মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে মালদহ ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.