Advertisement
Advertisement
West Bengal Weather Update

ভ্যাপসা গরম থেকে মুক্তি! দোলের সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি

সোমবার বিকেল থেকে বাংলাজুড়ে বদলাতে শুরু করে আবহাওয়া। ঝোড়ো হাওয়া শুরু হয় জেলায় জেলায়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ বিভিন্ন জেলায়।

West Bengal Weather Update: Heavy rain lashes parts of West Bengal, including Kolkata
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 25, 2024 7:29 pm
  • Updated:March 25, 2024 7:49 pm  

নিরুফা খাতুন: অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে দোলের সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে ভিজল গোটা বাংলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তিলোত্তমাতেও। আগামিকাল ঝড়-বৃষ্টি আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত। যা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। রয়েছে কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং রাজস্থানের উপর। মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা উত্তর-পশ্চিম ভারতে। সব মিলিয়ে দোলের দিন বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাসই সত্যি হল। সোমবার বিকেল থেকে বাংলাজুড়ে বদলাতে শুরু করে আবহাওয়া। ঝোড়ো হাওয়া শুরু হয় জেলায় জেলায়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ বিভিন্ন জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইছে হাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। যার ফলে তাপমাত্রা খানিকটা কমবে। হাঁসফাঁস গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবে বঙ্গবাসী। বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: দোলে রঙিন সৌমিত্র, বাইকে সঙ্গী নববিবাহিত স্ত্রী, পরনে হলুদ-লাল রংমিলান্তি পোশাক]

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বেশি বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। দিনভর মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে মালদহ ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায়।

[আরও পড়ুন: আইএসআইয়ের কার্যকলাপ রুখতে কড়া কেন্দ্র, কলকাতায় কমেছে পাক বধূদের আত্মীয়দের যাতায়াত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement