Advertisement
Advertisement

Breaking News

West Bengal Weather Update

ফের তাপপ্রবাহের সতর্কবার্তা বঙ্গে, পুড়বে কোন কোন জেলা?

কবে বাংলায় প্রবেশ করবে বর্ষা? কী বলছে হাওয়া অফিস?

West Bengal Weather Update: Heatwave likely to occur in 4 districts of WB
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 17, 2024 11:11 am
  • Updated:May 17, 2024 1:39 pm  

নিরুফা খাতুন: বর্ষার প্রবেশের খবরের মাঝেই দুঃসংবাদ। সপ্তাহান্তের তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গে চার জেলায়। বাড়বে গরম। তবে রবিবার থেকে ফের ধীরে ধীরে বদলাবে পরিস্থিতি। সোম ও মঙ্গলবার বৃষ্টিতে ভাসবে বাংলা।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে। শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান-এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপট দেখাবে গরম। শনিবার তাপপ্রবাহের সর্তকতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বাড়বে গরম।

Advertisement

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় বিজ্ঞাপনে বিদেশে চাকরির টোপ! টাকা হাতিয়ে শ্রীঘরে প্রতারক]

প্রসঙ্গত, এবছর আগাম বর্ষা প্রবেশ করেছে আন্দামানে। ভারতের মূল-ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আবহাওয়ার(West Bengal Weather Update) বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে। যা নির্ধারিত সময়ের তিনদিন আগে। একইভাবে ভারতের মূলভূখণ্ড কেরলে নির্ধারিত সময় অর্থাৎ ১ লা জুনের একদিন আগে, ৩১ শে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।

[আরও পড়ুন: ‘ইট পেতে রাখছেন’, INDIA জোট নিয়ে বক্তব্য নিয়ে মমতাকে আক্রমণ অধীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement