Advertisement
Advertisement

পর্যটনে কেরলকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে বাংলা

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আমেজকে কাজে লাগিয়ে বাংলায় যাতে আরও বেশি পর্যটক আনা যায় তার উদ্যোগ নেওয়া হবে৷

West Bengal Tourism ready to overtake kerala tourism
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 10:36 am
  • Updated:June 14, 2016 10:36 am  

নিজস্ব সংবাদদাতা:  কেরলকে টেক্কা দিয়ে বাংলার পর্যটনকে বিশ্বমানের করে তোলাই লক্ষ্য৷ সোমবার নিজের শহর শিলিগুড়িতে ফিরে এমনটাই জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ পর্যটনের প্রসারে ব্র্যান্ডিংয়ের পাশাপাশি রাজ্যে নয়া ট্যুরিজম সার্কিট গড়ে তোলা ও জলপথকে আরও বেশি করে ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ বলেছেন, ইকো-টুরিজমের সঙ্গে দেশ-বিদেশের পর্যটকদের জন্য ডেস্টিনেশন সেন্টার গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পর্যটন সার্কিটে অন্তর্ভুক্তি করা হচ্ছে বাংলার ধর্মীয় স্থানগুলিকেও৷ পর্যটকদের আকর্ষণ করতে জোর দেওয়া হচ্ছে হেরিটেজ সংস্কৃতির প্রসারে৷ বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আমেজকে কাজে লাগিয়ে বাংলায় যাতে আরও বেশি পর্যটক আনা যায় তার উদ্যোগ নেওয়া হবে৷

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামার পরই দলীয় কর্মীদের সংবর্ধনার জোয়ারে ভেসে যান পর্যটনমন্ত্রী৷ পরে শিলিগুড়ির হিলকার্ট রোডে পর্যটন দফতরের ‘মৈনাক’ অতিথি নিবাসে তৈরি হওয়া নিজের দফতরে আসেন তিনি৷ পর্যটন দফতরের কয়েকটি জমি ঘিরে যে জটিলতা রয়েছে তা মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী৷ শিলিগুড়িতে রাজ্যের শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’-র পরিবর্তে পর্যটন আবাসে তাঁর দফতর নিয়ে প্রশ্নের উত্তরে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, “উত্তরকন্যা-য় দফতর হবে না তা নয়৷ তবে আপাতত মৈনাক ট্যুরিস্ট লজের প্রশাসনিক ভবনের দফতরেই বসব৷” টাইগার হিল থেকে সুন্দরবন–রাজ্যের পর্যটনের প্রসারে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী৷ বলেছেন, টাইগার হিলে এবার পর্যটকরা থাকতে পারবেন৷ সেইমতোই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ উত্তর দিনাজপুরের কুলিক পক্ষী নিবাসের পরিকাঠামো উন্ন্য়নের পরিকল্পনা রয়েছে৷ বাংলার পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে জোর দেওয়া হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement