Advertisement
Advertisement
iquor service

সেপ্টেম্বর মাসের এই দিন থেকে রাজ্যের রেস্তরাঁগুলিতে বিক্রি হবে মদ!

এর ফলে কিছুটা হলে বদলাবে পরিস্থিতি, আশাবাদী ব্যবসায়ীরা।

West Bengal to permit liquor service in restaurants from Sept 1
Published by: Soumya Mukherjee
  • Posted:August 20, 2020 9:43 pm
  • Updated:August 20, 2020 11:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই রাজ্যের অনুমতিপ্রাপ্ত রেস্তরাঁগুলি গ্রাহকদের ফের মদ বিক্রি করতে পারবে বলে জানা গেল। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে রাজ্যের হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীদের তরফে অনেকেই তাঁদের কাছেও এই খবর এসেছে বলে জানিয়েছেন।

এপ্রসঙ্গে পূর্ব ভারতের হোটেল ও রেস্তরাঁ অ্যাসোসিয়েশন ((HRAEI) -এর সভাপতি প্রণব সিং বলেন, ‘এই খবরটি যে ঠিক তা আমরা রাজ্যের আবগারি কমিশনারের কাছ থেকে জানতে পেরেছি। এর ফলে রাজ্যের রেস্তরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা উপকৃত হবেন। কারণ মদ বিক্রির অনুমতি নেই বলে কলকাতা শহরের ৬০ শতাংশ রেস্তরাঁই বন্ধ রয়েছে। এমনকী যে সমস্ত রেস্তরাঁ খুলেছে সেখানে মাত্র ১০ থেকে ১২ শতাংশ গ্রাহক যাচ্ছেন। তাই রেস্তরাঁয় ফের মদ বিক্রির অনুমতি দেওয়া হলে ব্যবসা কিছুটা হলেও বাড়বে বলে আমাদের আশা।’

Advertisement

[আরও পড়ুন: ‘মুসলিমদের মধ্যে অপরাধীকরণ সব থেকে বেশি’, দিলীপ ঘোষের মন্তব্যে তুঙ্গে বিতর্ক ]

তিনি আরও বলেন, ‘বর্তমানে রাজ্যের হোটেল ও রেস্তরাঁগুলির অবস্থা খুব খারাপ। সেপ্টেম্বরের ১ তারিখের পরেও বিশাল কিছু পরিবর্তন হবে বলে আমাদের মনে হয় না । তবু এই সিদ্ধান্তের ফলে আগের থেকে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলেই আশাকরি।’

[আরও পড়ুন: কুয়েতে মৃত্যু বাংলার শ্রমিকের, প্রশাসনের সহযোগিতা ছাড়াই দেহ ফিরল নদিয়ার বাড়িতে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement