Advertisement
Advertisement

সব ভাষাতেই রাজ্যের নাম হবে ‘বাংলা’, প্রস্তাব পাশ বিধানসভায়

নাম বদলের প্রস্তাব সমর্থন করলেন কংগ্রেস-সিপিএম ও বিজেপি বিধায়করাও।

Published by: Tanumoy Ghosal
  • Posted:July 26, 2018 2:14 pm
  • Updated:July 26, 2018 2:14 pm

রাহুল চক্রবর্তী: ওয়েস্ট বেঙ্গল কিংবা বাঙ্গাল তো নয়ই, ‘পশ্চিমবঙ্গ’ নামটাও আর থাকছে না। তিনটি ভাষাতেই এ রাজ্যের নাম হতে চলেছে বাংলা। বৃহস্পতিবার প্রস্তাব পাস হয়ে গেল বিধানসভায়। নাম বদলের প্রস্তাব সমর্থন করেছেন সিপিএম, কংগ্রেস, বিজেপি বিধায়করাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পেলেই বদলে যাবে এ রাজ্যের নাম। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ রাজ্যের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে একমাত্র ‘বাংলা’ শব্দটিই মানানসই। তাই তিন ভাষাতে এ রাজ্যের নাম ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাম বদলের প্রস্তাব সমর্থনের জন্য বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

[ সংগঠন বাড়াতে নবীনেই আস্থা, গুরুত্বপূর্ণ পদে ছাত্রনেতা কিশোরকে আনল বিজেপি]

Advertisement

দেশ একটাই। কিন্তু ইংরেজিতে নাম ইন্ডিয়া, আর বাংলা-সহ অন্য দেশীয় ভাষায় ‘ভারত’। আমাদের রাজ্যে আবার তিনটি ভাষায় তিনটি আলাদা নাম। বাংলায় পশ্চিমবঙ্গ, হিন্দিতে বাঙ্গাল আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল। পালাবদলের পর, একটিই নাম তিনটি ভাষায় তিনরকম রাখতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে প্রস্তাবও পেশ করা হয়েছিল বিধানসভা। সরকারের প্রস্তাব ছিল, এ রাজ্যে নাম হবে ‘বাংলা’। হিন্দিতে ‘বঙ্গাল’  আর ইংরেজি ‘বেঙ্গল’। সেই প্রস্তাবও পাশ হয়ে গিয়েছিল বিধানসভা। কিন্তু, শেষপর্যন্ত প্রস্তাব আর কার্যকর হয়নি। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি নিজে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সিংহের সঙ্গে রাজ্যের নাম বদল নিয়ে কথাও বলেছিলেন।

নবান্ন সূত্রে খবর, দিন কয়েক আগে রাজ্যকে চিঠি দিয়ে তিনটি ভাষায় একটি নাম রাখার প্রস্তাব দেয় কেন্দ্র। সেই প্রস্তাব মেনেই রাজ্যের নাম বাংলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিধানসভা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নাম বদলের প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে পাস হয়ে যায় প্রস্তাব। প্রস্তাব সমর্থন করেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি বিধায়ক। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পেলেই এ রাজ্যের নাম হবে ‘বাংলা’। রাজ্যের নাম বদল এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। এদিকে নামবদলের প্রস্তাব সমর্থন করার জন্য বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[ বৃষ্টি নামতেই ফের ডেঙ্গু আতঙ্ক রাজ্যে, বেলেঘাটা আইডিতে ভরতি ৭]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement