রিন্টু ব্রহ্ম, কালনা: তুলসীর অনেকগুণ। তুলসী গাছ থাকলে এলাকার বাতাসও দূষণমুক্ত থাকে। হাসপাতালের রোগীদের জন্য এবার তুলসীর বাতাসের ব্যবস্থা করা হচ্ছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে।
শনিবার হাসপাতালে লুঙ্গি পরে ঝাঁটা হাতে সাফাই অভিযানে এসে এই পরিকল্পনার কথা জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘এই হাসপাতালের পাঁচিলের ধার বরাবর চারিদিকে তুলসীর বাগান
তৈরি করা হবে। মোট ১০৮ রকমের তুলসী গাছ থাকবে। এতে বাতাস দূষণমুক্ত থাকবে। রোগীরা দূষণমুক্ত বাতাস পাবেন। এছাড়া বিভিন্ন ভেষজ গাছেরও বাগান গড়া হবে হাসপাতালে।’
শনিবার সকালে ওই গ্রামীণ হাসপাতালে সাফাই অভিযান চালানো হয়। সেখানে মন্ত্রী নিজে এসেছিলেন সাফাইয়ের কাজে। অন্যদের সঙ্গে সমানতালে ঝাঁটা হাতে হাসপাতাল চত্বরও পরিষ্কার করেন তিনি। পরে এপ্রসঙ্গে জানান,
প্রতিবার রবিবার দুঘণ্টা করে হাসপাতাল সাফাই অভিযান চালানো হবে। তিনি নিজেও থাকবেন অন্য কোনও জরুরি কাজে বাইরে না গেলে। এছাড়া হাসপাতালের চারিদিকে তুলসী গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘তুলসীর পাশাপাশি বিভিন্ন ধরনের শাক ও সবজি চাষ করা হবে এখানে। লাগানো হবে বাসক-সহ বিভিন্ন ভেষজ গাছের চারাও। একটি ভেষজ উদ্যান তৈরি করা হবে ওখানে। তার প্রক্রিয়াও শুরু করা
হয়েছে। এছাড়া হাসপাতালের দেওয়াল রঙ করার জন্য কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা দায়িত্ব নিয়েছে। তারা দেওয়াল রঙ করার পাশপাশি সেখানে সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য লিখে দেবে। ডেঙ্গু-সহ বিভিন্ন
রোগ সম্পর্কে সচেতনতার বার্তাও থাকবে দেওয়ালে। এতে সরকারের কোনও খরচ হবে না, স্বেচ্ছাসেবী সংস্থাগুলিই তা করে দেবে। ফলে সচেতনতার বার্তা যেমন সাধারণ মানুষের কাছে যাবে তেমনই সৌন্দর্যায়নও হবে।’
রাজ্যজুড়ে নির্মল বাংলা সপ্তাহ পালন হচ্ছে। সেই উপলক্ষে বিভিন্ন স্কুল ও হাসপাতালে চালানো হচ্ছে স্বচ্ছতা অভিযান। শনিবার তারই অঙ্গ হিসেবে স্বচ্ছতা অভিযান চালানো হয় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.