সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশার চাদরে মুড়েছে শহর। সোয়েটার-চাদর-মাফলার জড়িয়ে গরম চায়ে চুমুক দিয়ে ঠান্ডা উপভোগ করছেন শহরবাসী। কুয়াশার ভীড়ে কাজে নামার আগে খানিক ‘ওয়ার্ম আপ’ করে নেওয়ার মতো! কারণ, হাওয়া অফিস বলছে আজ তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। দেরিতে হলেও রাজ্যজুড়ে কিন্তু দাপিয়ে ব্যাটিং করছে শীত। সঙ্গে দোসর ঘন কুয়াশা।
রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১২.৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিও কাঁপছে শীতের কামড়ে। আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকারই খবর জানিয়েছে হাওয়া অফিস। শীতের দাপটের পাশাপাশি কুয়াশাও আগামী ৪৮ ঘণ্টা সঙ্গত দেবে। হাওয়া অফিসের খবর, শহর থেকে শহরতলি এমনই কুয়াশার চাদরে ঢেকে থাকবে। এই ঘন কুয়াশায় সাবধানতা অবলম্বনের জন্য ফগলাইট ছাড়া বাস না চালানোরও নির্দেশ জারি করেছে রাজ্যের পরিবহণ দপ্তর। তবে রবিবার, ছুটির আমেজ। চুটিয়ে শীত উপভোগ করছেন পর্যটকরা। উত্তরবঙ্গের পর্যটনস্থল গুলিতেও বাড়ছে ভীড়। অন্যদিকে ঘন কুয়াশার জেরে বাতিল হয়েছে বেশ কিছু বিমান।
তাপমাত্রা প্রায় স্বাভাবিক হতে বড়দিন অবধি অপেক্ষা করতেই হবে। পারদ চড়লেও ঠান্ডার আমেজ ভালই উপভোগ করতে পারবেন রাজ্যবাসী, এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আর এই তাপমাত্রা বাড়ার নেপথ্যে আরব সাগরের নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে দোসর নতুন পশ্চিমি ঝঞ্ঝা। নতুন নিম্নচাপ অক্ষরেখাটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ হয়ে পূর্ব ভারতে অবস্থান করছে। আবহাওয়াবিদের মতে, এর সঙ্গে রয়েছে পূর্বমুখী পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরেই বড়দিনে তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। এই জোড়া ঝঞ্ঝায় উত্তুরে বাতাসের গতি খানিকটা কমবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের কাছে এলে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। তাতে অকালবৃষ্টি পেতে পারে বঙ্গবাসী। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ২৭-২৮ ডিসেম্বর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাতে। যার জেরে আবার নতুন করে ঠান্ডা পড়ার কথাও জানা গিয়েছে হাওয়া অফিসের কাছ থেকে। অতঃপর বড়দিন অবধি কিন্তু নিঃসন্দেহে কেক-পেস্ট্রি-কফিতে মজে শীতের আমেজ নেওয়ার সুবিধে পাচ্ছেন কলকাতাবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.