Advertisement
Advertisement
corona cases

সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় কোভিডবিধি মুক্ত বাংলা, টানা ১০ দিন করোনায় মৃত্যুহীন রাজ্য

বর্তমানে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

West Bengal reports new 41 corona cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 1, 2022 7:18 pm
  • Updated:April 1, 2022 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত কড়া বিধিনিষেধের জেরে লাগাম টানা গিয়েছে করোনা সংক্রমণে। অবশেষে দু’বছর পর ৩১ মার্চ মধ্যরাত থেকে বাংলায় উঠে গিয়েছে সব করোনাবিধি। তবে মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা এখনও মাথায় রাখতে হবে বলেই জানিয়েছে প্রশাসন। আর শুক্রবারের দেওয়া তথ্যে জানা গেল, গত ১০দিনে মারণ ভাইরাস কাড়তে পারেনি একটিও প্রাণ। যা নিঃসন্দেহে এই লড়াইয়ে রাজ্যবাসীর সাফল্য।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪১ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৩৮৯ জন। তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৩ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ৫৯২ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। করোনার দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ০.৩০ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৫৩৮ জন। হাসপাতালে ভরতি ৬২ জন করোনা আক্রান্ত।

Advertisement

[আরও পড়ুন: শিশুর শ্বাসনালীতে আটকে মায়ের ব্লাউজের হুক, জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালো NRS]

চলতি বছরই দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই নাইট কারফিউ কিংবা কনটেনমেন্ট জোনের মতো কোভিডবিধি উঠে গেলেও মাস্ক পরা কিংবা স্য়ানিটাইজার ব্যবহার এখনও চালিয়ে যাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। তবে স্বস্তি দিচ্ছে কমতে থাকা মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এই নিয়ে টানা দশদিন মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ১৯৭ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৩ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৮৭ লক্ষ ৭০ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ২ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জন। অফিস-কাছারি থেকে ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক অবস্থায় ফেরায় স্বস্তিতে রাজ্যবাসী।

[আরও পড়ুন: রাজভবনে চলছে অসুস্থ রাজ্যপাল ধনকড়ের চিকিৎসা, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement