Advertisement
Advertisement
West Bengal reported 990 new covid cases in last 24 hours

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা কমল রাজ্যে, নিম্নমুখী পজিটিভিটি রেটও

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

West Bengal reports 990 new covid cases in last 24 hours । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 28, 2021 6:03 pm
  • Updated:October 28, 2021 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (Covid-19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। এখনও দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তবে দৈনিক মৃতের সংখ্যা বুধবারের তুলনায় কমেছে সামান্য। পজিটিভিটি রেট ২.১৮ শতাংশ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা বুধবারের তুলনায় বেশ কিছুটা বেশি। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। সেখানে আক্রান্ত ২৭৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। দৈনিক আক্রান্ত ১৬৪ জন। বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯০ হাজার ৩২ জন। যা উদ্বেগ বাড়াচ্ছে সকলেরই। আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় দৈনিক প্রাণহানির গ্রাফ নিম্নমুখী। একদিনে ৯ জন করোনার বলি হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১০৫ জন। পজিটিভিটি রেট ২.১৮ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান]

সংক্রামক রোগ হওয়ায় করোনা রোগীকে শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তাই উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৯০ লক্ষ ৮৪ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র নমুনা পরীক্ষাই নয়, করোনা রুখতে টিকাকরণ বাধ্যতামূলক। এখনও পর্যন্ত ৫ লক্ষ ৮৬ হাজার ৫৪২ জন ভ্যাকসিন (Vaccine) পেয়েছেন। তার মধ্যে ৩ লক্ষ ৪২ হাজার ৯১৯ জন প্রথম ডোজ পেয়েছেন। বাকি ২ লক্ষ ৪৩ হাজার ৬২৩ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

ইতিমধ্যেই ১০০ কোটির টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। তা সত্ত্বেও করোনাবিধি মানা যে বাধ্যতামূলক, তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। সামান্য উদাসীনতাও বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন সকলেই। কারণ, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই বিশেষজ্ঞদের মতানুযায়ী মাস্ক (Mask) পরুন। ব্যবহার করুন স্যানিটাইজার। মেনে চলুন দূরত্ববিধি। 

[আরও পড়ুন: ‘আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে বিজেপিই’, বিস্ফোরক প্রশান্ত কিশোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement