ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের করোনা পরিসংখ্যান সামান্য স্বস্তি দিয়েছিল। এক ধাক্কায় পাঁচশোর নিয়ে নেমে গিয়েছিল দৈনিক সংক্রমণ। কিন্তু তা খুব বেশিক্ষণ স্থায়ী হল না। গত ২৪ ঘণ্টায় টেস্টিং বাড়তেই ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮৮৩ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২১০ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৭৩ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৯৪ জন। মাঝে হঠাৎই চিন্তায় ফেলে দিয়েছিল জলপাইগুড়ির কোভিড গ্রাফ। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। একদিনে সংক্রমিত ৩৪ জন। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৯৫ হাজার ২১০ জন।
এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন মৃত্যু হয়েছে চারজনের। যার মধ্যে উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন দু’জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৭৬ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২,১১৮ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৬১ হাজার ৫৮০ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৯ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১১,৯২০ জন। আর হাসপাতালে ভরতি ৩৩৪ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী কমে হয়েছে ১২,২৫৪।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১১ হাজার ৮০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। সোমবারের পরিসংখ্যানে টেস্টিং কম হওয়ায় সংক্রমণও কমেছিল। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৩ লক্ষ ৫২ হাজার ৩৬৮ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.