Advertisement
Advertisement

Breaking News

corona cases

COVID-19: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য বাড়ল পজিটিভিটি রেট, একদিনে করোনার বলি ৯

শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২৪২ জন।

West Bengal reports 877 corona cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 19, 2021 6:03 pm
  • Updated:November 19, 2021 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া রাজ্য। দীর্ঘদিন পর খুলেছে স্কুল-কলেজ। কর্মক্ষেত্রেও যোগ দিয়েছেন কর্মীরা। তবে প্রতিক্ষেত্রে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সরকারও এ বিষয়ে সদা সচেষ্ট। উৎসবের মরশুম শেষেও অবশ্য পরিসংখ্যান বলছে, বাংলায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট সামান্য চিন্তায় রাখছে।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus) কবলে পড়েছেন ৮৭৭ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২৪২ জন। সংক্রমণের নিরিখে এদিন দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১৫৮ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৭৬। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৭৩ ও ৭৪ জন।

Advertisement

[আরও পড়ুন: শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে বৃক্ষরোপণ, মেলা বন্ধ করতেই কি এই পদক্ষেপ? শুরু নয়া বিতর্ক]

ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৮ হাজার ৩৯৩ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট সামান্য বেড়ে হল ১.৯৮ শতাংশ। একদিনে ভাইরাসের বলি ৯ জন। যার মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন দু’জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। বর্তমানে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৮৩৩ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৮০ হাজার ৯২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮ হাজার ১০৭ জন। করোনার টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩২২ জনের।

[আরও পড়ুন: বিরোধিতা করেও তৃণমূলে যোগের সিদ্ধান্ত বিষপানকারী ৫ শিক্ষিকা, শিক্ষক নেতা মইদুল ইসলামের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement