ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনের শেষভাগ থেকে নতুন করে রাজ্যে দাপট দেখাচ্ছিল করোনা (Coronavirus)। লাফিয়ে বাড়ছিল সংক্রমণ। তবে গত কয়েকদিনে অনেকটাই বাগে এসেছে করোনা। ধীরে ধীরে কমছে মারণ ভাইরাসের দাপট। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ১৯১ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ১২৯ জন। বীরভূমে (Birbhum) করোনা আক্রান্ত হয়েছেন ৮০ জন। একদিনে রাজ্যের সমস্ত জেলা থেকেই করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০, ৯৬,৮৯৬ জন। পজিটিভিটি রেট ৬.৪২ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৯ হাজার ৬১২ জন। আর হাসপাতালে ভরতি ৩৩৬ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী কমে হয়েছে ৯ হাজার ৯৪৮। যা আগেরদিনের তুলনায় অনেকটা কম।
একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৯৪৩ জন। ফলে এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ২৫, ৬৫, ৫৬৪ জন। এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন মৃত্যু হয়েছে চারজনের। যার মধ্যে দুই ২৪ পরগনা, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের দু’জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৮৪ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১২ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ১৮৯ জনকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.