Advertisement
Advertisement
West Bengal reports 758 new covid cases in last 24 hours

Coronavirus Update: রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি, অনেকটাই কমল দৈনিক সংক্রমণ

বাংলার পজিটিভিটি রেটও নিম্নমুখী।

West Bengal reports 758 new covid cases in last 24 hours । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 25, 2021 7:11 pm
  • Updated:November 25, 2021 7:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম শেষে স্বস্তি। অনেকটাই কমল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। কমেছে মৃতের সংখ্যাও। বাংলার কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে আমজনতা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। যা বুধবারের তুলনায় অনেকটাই কম। কলকাতায় একদিনে ২১৫ জনের শরীরে বাসা বেঁধেছে কোভিড। সংক্রমণের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ১২ হাজার ৭৪১ জন। একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ১১ জনের। এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ১৯ হাজার ৪৩০ জন। তবে আশার আলো জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ৭৭৪ জন। তার ফলে কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮৫ হাজার ৪৪৪ জন।

Advertisement

[আরও পড়ুন: ‘জনাব নয়, শ্রী বলুন’, অনুষ্ঠানে সঞ্চালকের ভুল শুধরে দিলেন মন্ত্রী ফিরহাদ]

করোনা পরীক্ষা কম হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যকে চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। যদিও রাজ্য সরকার সেকথা মানতে নারাজ। একদিনে ৩৭ হাজার ৩১ জনের কোভিড টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার ৬৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভিটি রেট ২.০৫ শতাংশ।

করোনাকে মোকাবিলা করার জন্য টিকাকরণের উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হু হু করে চলছে কোভিড ভ্যাকসিনেশন। এদিন ৬ লক্ষ ৫০ হাজার ৮৩৯ জনের করোনা টিকাকরণ হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ২১ লক্ষ ৫৪ জন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ২৯ হাজার ৭৮৫ জনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে। কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানে থাকারই পরামর্শ বিশেষজ্ঞরা। সাামান্য উদাসীনতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই আশঙ্কা তাঁদের।

[আরও পড়ুন: ‘অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম’, নুসরতের শোয়ে গোপন কথা ফাঁস ঋতাভরীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement