সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) গ্রাফ। একদিনে সামান্য বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৮ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। পজিটিভিটি রেট ১.৯১ শতাংশ।
শনিবার বিকেলে রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭২৮ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। ঠিক তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত ১২১ জন। পাহাড়ে করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে দার্জিলিং (Darjeeling)। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬১ হাজার ১৪ জন। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে বেশ খানিকটা। প্রাণহানি হয়েছে ১২ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ৯জন। বর্তমানে মোট করোনার বলি ১৮ হাজার ৬৪১ জন।
করোনা নিয়ে আতঙ্কের মাঝে ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছে ৭৫৭ জন। করোনা মোকাবিলায় পরীক্ষাই একমাত্র ভরসা। ৩৮ হাজার ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৭৬ লক্ষ ৯৯ হাজার ৫০২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১.৯১ শতাংশ।
করোনা মোকাবিলায় টিকাকরণই (Vaccination) ব্রহ্মাস্ত্র। তাই রাজ্যজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত মোট ৪ লক্ষ ৪ হাজার ৯২৪ জনের টিকাকরণ হয়েছে। তার মধ্যে প্রথম ডোজ হয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৪৫২ জন। বাকি ১ লক্ষ ৫৫ হাজার ৪৭২ জনের টিকাকরণের দু’টি ডোজই সম্পূর্ণ হয়ে গিয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় গোটা দেশ। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোই প্রধান লক্ষ্য। সেকথা মাথায় রেখে শনিবার বীরভূম সংস্কৃতি বাহিনীর সদস্যরা মানব পুতুলের মাধ্যমে সতর্কতামূলক প্রচার করেন। সিউড়ি ২ নম্বর ব্লকের কুলেড়া গ্রামে ঘুরে ঘুরে প্রচার সারেন তাঁরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.