Advertisement
Advertisement
COVID-19

COVID-19 Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, একদিনে কলকাতায় মৃত ৪

তবে স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেস।

West Bengal reports 720 new COVID-19 cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 23, 2021 7:29 pm
  • Updated:November 23, 2021 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় টেস্টিংয়ের পরিমাণ বাড়তেই এক লাফে বৃদ্ধি পেল রাজ্যের করোনা সংক্রমণ। একইসঙ্গে চিন্তায় ফেলল কলকাতার দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এরই মধ্যে টিকাকরণকে হাতিয়ার করে কোভিড পরিস্থিতি জয়ের পথে এগোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা। আর সেই লক্ষ্যে শুধুমাত্র ২৪ ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হল ৬ লক্ষ ৫৮ হাজারেরও বেশি। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসও।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭২০ জন। টেস্টিং তুলনামূলক কম হওয়ায় গতকাল সংখ্যাটা প্রায় ছ’শোয় নেমে গিয়েছিল। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১১ জন। সংক্রমণের নিরিখে এদিনও দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৭১। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৫০ ও ৫৭ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট অনেকটাই কমল। ২ শতাংশ মানুষ পজিটিভ। 

Advertisement

[আরও পড়ুন: বিধানসভা দর্শনে তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী, ঘুরিয়ে দেখালেন স্পিকার]

এদিকে একদিনে ভাইরাসের বলি ১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। এর মধ্যে তিলোত্তমাতেই প্রাণ হারিয়েছেন চারজন। জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে দু’জনের।

এর মধ্যেও অবশ্য স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯ হাজার ৯১৪ জন। পাশাপাশি করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৭৪১ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। টিকাকরণের (Corona Vaccination) পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১৪ জনের।

[আরও পড়ুন: ‘দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব’, দিল্লিতে তৃণমূলে যোগদানের পর বললেন কীর্তি আজাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement